বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

জয়ের ব্যাপারে
আশাবাদী মরক্কো

দোহা: ইতিহাস গড়ার অপেক্ষায় মরক্কো। বুধবার গ্রুপের শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে ড্র করলেই প্রি-কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পাবে তারা। ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের পর আবার তারা নক-আউটে খেলার যোগ্যতা অর্জন করবে। ইতিমধ্যে শেষ ষোলোর দৌড় থেকে ছিটকে যাওয়া কানাডার লক্ষ্য, প্রথম জয়ের স্বাদ পাওয়া। আগামী বিশ্বকাপে আমেরিকা, মেক্সিকোর সঙ্গে যৌথ আয়োজক কানাডা। তার চারবছর আগে কিছুটা সম্মানজনকভাবে প্রতিযোগিতা শেষ করতে মুখিয়ে তারা। মরক্কোর ঝুলিতে ২ ম্যাচে ৪ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে কানাডার ঝুলি এখনও শূন্য।
গ্রুপ লিগে ফেভারিট বেলজিয়ামকে হারিয়ে মনোবল তুঙ্গে মরক্কোর। তাদের কোচ ওয়ালিদ রেগরাগুই বলছেন, ‘আমাদের হারানো খুবই কঠিন। ক্রোয়েশিয়াকে রুখে দিয়েছি। লুকাকুদের চূর্ণ করেছি। তবে ছেলেদের বলেছি, আত্মতুষ্টি যেন গ্রাস না করে।’ গত আগস্টে ভাহিদের জায়গায় দলের দায়িত্ব পাওয়ার পর মরক্কো ফুটবলের হাল বদলে দিয়েছেন ওয়ালিদ। 
১৯৮৬ বিশ্বকাপের প্রি-কোয়ার্টারে জার্মানির লোথার ম্যাথাউজের ৩০ গজের ফ্রি-কিকে করা গোলে স্বপ্নভঙ্গ হয়েছিল মরক্কোর। এবার সেই ভুল করতে নারাজ উত্তর আফ্রিকার দেশটি। এর আগে একবারই সাক্ষাৎ হয়েছে দুই দেশের। ২০১৬ সালের সেই প্রীতি ম্যাচে ৪-০ গোলে শেষ হাসি হেসেছিল মরক্কোই।

1st     December,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ