বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

কাতার বিশ্বকাপে ইতিহাস
প্রথম মহিলা হিসেবে পুরুষদের বিশ্বকাপের
ম্যাচে রেফারি হচ্ছেন স্টেফানি ফ্যাপার্ট

দোহা: কাতার বিশ্বকাপে আগামীকাল তৈরি হতে চলেছে ইতিহাস। ফিফার পুরুষদের বিশ্বকাপের মঞ্চে, এই প্রথম কোনও ম্যাচে রেফারিং করতে চলেছেন একজন মহিলা। গতকাল, মঙ্গলবার ফিফার তরফে ঘোষণা করা হয়েছে, ১ ডিসেম্বর, বৃহস্পতিবার কোস্টারিকা ও জার্মানির ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ফ্রান্সের স্টেফানি ফ্যাপার্ট। ওই দিনের ম্যাচে তাঁকে সহযোগিতা করবেন ব্রাজিলের নেউজা ব্যাক ও মেক্সিকোর ক্যারেন ডিয়াজ।
প্রসঙ্গত,ইতিপূর্বেও ৩৮ বছরের এই ফ্রেঞ্চ রেফারি ইতিহাসে নাম লিখিয়েছিলেন। ফ্যাপার্টই প্রথম মহিলা যিনি পুরুষদের ইউএফা ম্যাচে রেফারিং করেছেন। স্টেফিনার কথায়, ‘আমিই ফ্রান্স ও ইউরোপের প্রথম মহিলা রেফারি। তাই আমি বিষয়গুলো কীভাবে সামলাতে হয় তা জানি’। ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়ারলুইজি কলিনা অবশ্য কাতার বিশ্বকাপের তিনি মহিলা রেফারি সম্পর্কে জানিয়েছেন, ‘তাঁরা মেয়ে বলে তাঁদের এই দায়িত্ব দেওয়া হচ্ছে না। তাঁরা যে কোনও ম্যাচে রেফারিং করতে পারবেন তাই তাঁদের এই দায়িত্ব দেওয়া হচ্ছে’।

30th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ