বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

পর্তুগাল ম্যাচে তিন বার্তা নিয়ে
মাঠে ঢুকলেন ইতালির যুবক

দোহা: পরিযায়ী শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে পোশাক নিয়ে ফতোয়া, কাতার বিশ্বকাপে বিতর্ক লেগেই রয়েছে। সোমবার রাতে পর্তুগাল-উরুগুয়ে ম্যাচে সমকামীদের সমর্থনে পতাকা হাতে এক দর্শকের মাঠে ঢুকে পড়া তাতে নতুন মাত্রা জোগাল।
লুসেইল স্টেডিয়ামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের ম্যাচের ৫১তম মিনিটে এই ঘটনা ঘটে। এলজিবিটি রেনবো ফ্ল্যাগ বা সমকামীদের সমর্থনে রামধনু পতাকা হাতে মাঠে ঢুকে পড়েন ইতালির এক যুবক। কাতারে সমকাম আইনগত ভাবে স্বীকৃত নয়। তারই প্রতিবাদ জানান তিনি। ওই ব্যক্তির পরনে ছিল আজ্জুরি ব্রিগেডের নীল জার্সি। তাতে আবার সুপারম্যানের লোগো। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে খেলছে না ইতালি। তবে সেই দেশের নাগরিক মারিও ফারি ভিন্ন বার্তা নিয়ে পৌঁছে গিয়েছেন ফুটবলের মহাযজ্ঞে। নিছক দর্শক নন, তিনি ইতালির দ্বিতীয় ডিভিশনের ক্লাব ইউনাইটেড স্পোর্টসে খেলেন। অফ-সিজনে মারিও কাজ করেন ইউক্রেনে। সেখান থেকে শরনার্থীদের পোল্যান্ডে পৌঁছে দেন। সোমবার পর্তুগাল-উরুগুয়ে ম্যাচে মাঠে ঢুকে পড়ার সময় মারিওর টি-শার্টে লেখা ছিল ‘ইউক্রেনকে বাঁচাও’ বার্তা। তা নিয়েও চলছে জোর চর্চা। এখানেই শেষ নয়, তাঁর জার্সির পিছনে লেখা ছিল ইরানি মহিলাদের সম্মান জানানোর দাবি। গোটা ঘটনায় বেশ অস্বস্তিতে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।
নিরাপত্তাকর্মীদের চোখে ধুলো দিয়ে মারিও ফারির মাঠে ঢুকে পড়ার ঘটনা এই প্রথম নয়। অতীতে বহুবার আন্তর্জাতিক কিংবা অন্য ম্যাচ চলাকালীন নিজের বার্তা নিয়ে মাঠে এভাবেই প্রবেশ করেছেন তিনি। কখনও কখনও সাইড লাইনে নিরাপত্তার জালে আটকে গেলেও সফল হয়েছেন অধিকাংশ ক্ষেত্রে।

30th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ