বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

নেইমারের অভাব অনুভূত
হয়েছে, স্বীকারোক্তি তিতের

সোমনাথ বসু, দোহা: +৯৭৪। কাতারের আইএসডি কোড। আর এই নামেই গড়ে তোলা হয়েছে একটি স্টেডিয়াম। মধ্য দোহা থেকে দূরত্ব প্রায় ১০ কিলোমিটার পূর্বে। শিপিং কনটেইনারের মাধ্যমে তৈরি এই স্টেডিয়ামেই সুইৎজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে ব্রাজিল। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে তাই তাদের ম্যাচ স্রেফ নিয়মরক্ষার। স্বাভাবিকভাবেই হলুদ-সবুজ অনুরাগীরা উচ্ছ্বসিত। ম্যাচের পর তাই তাঁদের স্লোগান ছিল, ‘কনটেইনারের উপর সাম্বা ড্যান্স’। 
খেলা শেষে গ্যালারিতে হাজির বড় রোনাল্ডোর প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন ‘ও গ্লোবো’র এক সাংবাদিক। তিন-চার পা দূরে দাঁড়ানো কাফুর দিকে তাকিয়ে প্রাক্তন গোলমেশিন বলেন, ‘ভালোই তো খেলল। নেইমার না থাকা সত্ত্বেও জিততে অসুবিধা হয়নি। অপেক্ষা করুন, নক-আউট পর্বে এই ব্রাজিল আরও ভালো খেলবে।’ তবে রোনাল্ডোর সঙ্গে একমত হতে পারছেন না আর এক প্রাক্তনী কাকা। তাঁর মন্তব্য, ‘নেইমারের অভাব বোঝা গেল। রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়রকে আরও ক্ষুরধার হতে হবে।’
ঠিকই বলেছেন সুর্দশন কাকা। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের সেন্ট্রাল মিডফিল্ডার লুকাস পাকুয়েতা নিষ্প্রভ ছিলেন। তাই তিতে-ব্রিগেডের আক্রমণ তেমন বিপজ্জনক হয়ে ওঠেনি। ৮৩ মিনিটে ‘দ্য ইনভিজিবল’ কাসেমিরোর দুরন্ত শট বিপক্ষ জালে না আছড়ে পড়লে ম্যাচ গোলশূন্য হতেই পারত। জয়ের পর তাই ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডিওকে প্রশংসা ভরিয়ে দিয়েছেন নেইমার। তাঁর টুইট, ‘এই মুহূর্তে বিশ্বের সেরা মিডফিল্ডার কাসেমিরো।’ খেলা শেষে এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিলের হেডমাস্টার তিতেও। কোচের কথায়, ‘অন্যের মতামত নিয়ে মন্তব্য করা আমার অভ্যাস নয়। তবে নেইমারের সঙ্গে আমি সহমত। দুরন্ত খেলল কাসেমিরো।’ সোমবার হারলেও গোটা ম্যাচে ব্রাজিলকে কড়া চ্যালেঞ্জ জানিয়েছে সুইত্জারল্যান্ড। নেইমারের অভাব কি অনুভূত হয়েছে? তিতে বলেন, ‘হ্যাঁ। ওর অভাব বোঝা গিয়েছে। তবে এটাই স্বাভাবিক। নেইমারের মতো ক্রিয়েটিভ প্লেয়ার যে কোনও দলের সম্পদ।’
 রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের কাছে হার মেনেছিল ব্রাজিল। এই প্রসঙ্গে তিতের মন্তব্য,‘গত চার বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখন আমরা অনেক বেশি শক্তিশালী। তাই অতীত নিয়ে ভাবনা অর্থহীন। নক-আউট পর্বে দলে কোনও পরিবর্তন হবে কি না তা এখনই বলা সম্ভব নয়। তবে খেলার ধরনে অব্যশই পরিবর্তন আসবে।’ এদিকে, নেইমারকে নিয়ে চিন্তা বেড়েছে ব্রাজিল শিবিরে। সূত্রের খবর,  চোটের পাশাপাশি জ্বরেও ভুগছেন তিনি। তা সত্ত্বেও রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে তাঁকে পাওয়া যাবে বলে আশাবাদী দলের চিকিৎসক রডরিগো লাসমার।

30th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ