বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

শেষ ষোলোয় চোখ জাপানের

দোহা: জার্মানিকে হারানোর উচ্ছ্বাস এখন অতীত। রবিবার কোস্টারিকার বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচে নামছে জাপান। জিতলেই কার্যত নিশ্চিত হয়ে উঠবে শেষ ষোলোর টিকিট। তবে এশিয়ার দেশটি কখনও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠেনি। কোচ হাজিমে মোরিয়াসু সেই লক্ষ্যেই উদ্বুদ্ধ করছেন ছেলেদের। 
কারও কারও অবশ্য জার্মানির বিরুদ্ধে ব্যক্তিগত হিসেব মেটানোরও ছিল। রিটসু ডোয়ান যেমন খেলেন জার্মানির ফ্রেইবার্গ ক্লাবে। জাপান শোচনীয়ভাবে হারবে জার্মানির কাছে, কানে আসছিল এমন সব মন্তব্য। মুখে কোনও জবাব দেননি। জাপানি মিডফিল্ডারের সঙ্গী হয়েছিল জেদ। বুধবার পরিবর্ত হিসেবে নেমে করেছেন গোল। ফিরিয়েছেন সমতা। শেষ পর্যন্ত চারবারের চ্যাম্পিয়নদের হারিয়েও দিয়েছে জাপান। ডোয়ানের গলায়ও তৃপ্তির সুর, ‘লক্ষ্য পূরণ হয়েছে। দারুণ খুশি। তবে আবেগে না ভেসে কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচেই ফোকাস করছি।’
ঘটনা হল, ফোকাস ঠিক রাখাই এখন চ্যালেঞ্জ উদিত সূর্যের দেশের। সতর্ক কোচ বলছেন, ‘খুশির আবহে ডুবে থাকলে চলবে না। জার্মানির বিরুদ্ধে জয় এখন অতীত। কোস্টারিকার বিরুদ্ধে জিততে হবে। সেই প্রস্তুতিই নিচ্ছি।’ অন্যদিকে, স্পেনের কাছে সাত গোল হজমের হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া কোস্টারিকা।

27th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ