বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

অন্ধকার গলি থেকে সাফল্যের রাজপথ,
রূপকথার উত্থান রিচার্লিসনের

নিজস্ব প্রতিনিধি, দোহা: মাথার দিকে উঁচিয়ে ধরা বন্দুক হাতে ড্রাগ পাচারকারী! সেদিন চোখের সামনে উদ্যত মৃত্যুকে প্রত্যক্ষ করেছিল ১৪ বছর বয়সি কিশোর। নাম রিচার্লিসন। বিশ্বকাপে সেই ছেলেটাই হয়ে উঠলেন সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের জয়ের নায়ক!
নোভা ভ্যালেন্সিয়ায় কাটানো শৈশব ও তারুণ্যের দিনগুলি ছিল দুঃস্বপ্নের মতো। ড্রাগ-চক্রের অন্ধকার জগতের হাতছানি চারপাশে। উড়ছে কাঁচা অর্থ। সেই আকর্ষণে অন্ধকারে তলিয়ে গিয়েছিলেন অনেক বন্ধুই। ব্যতিক্রম রিচার্লিসন। কু-পথে পথে  পা বাড়াননি। ফুটবলকেই বেছে নিয়েছিলেন বেঁচে থাকার মাধ্যম হিসেবে। সেই সাধনারই সিদ্ধিলাভ হল বৃহস্পতিবার। তাঁর জোড়া গোলই গড়ল ব্রাজিলের জয়ের পথ। 
বাবা রাজমিস্ত্রি। মা বিক্রি করতেন আইসক্রিম। পাঁচ সন্তানের মধ্যে রিচার্লিসন সবার বড়। অভাবী পরিবারে খিদে পেটেই ঘুমিয়ে পড়েছেন কতবার। তবে আজ তিনি তৃপ্ত। রিচার্লিসনের কথায়, ‘আমার অনেক বন্ধুই ড্রাগ বিক্রি করত। কিন্তু আমি জানতাম যে, এটা ভুল পথ। তাই বাবা-মাকে সাহায্য করতে চকোলেট, আইসক্রিম বিক্রিতে মন দিতাম। করেছি গাড়ি ধোয়ার কাজও।’ 
সাত বছর বয়সে বাবার দেওয়া উপহার পাল্টে দিয়েছিল জীবনের গতিপথ। ১০টি ফুটবল কিনে এনেছিলেন তিনি। ছেলে ফুটবলার হোক, এটাই ছিল তাঁর স্বপ্ন। রাস্তায় শুরু হল রিচার্লিসনের ফুটবল সাধনা। দু’দিকে চটি দিয়ে তৈরি হতো গোলপোস্ট। এভাবে খেলতে খেলতেই এক ড্রাগ পাচারকারীর সামনে পড়ে যান। তার কাছ থেকে ড্রাগ ছিনিয়ে নিয়েছিল একদল বাচ্চা। দুষ্কৃতি ভেবেছিল, রিচার্লিসনও সেই দলের একজন। অমনই পকেট থেকে বের হয়েছিল বন্দুক। রিচার্লিসনের কথায়, ‘সেই সময় মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলাম। ট্রিগার টেনে দিলেই শেষ হয়ে যেতাম। মনে আছে লোকটা ধমক দিয়েছিল, ফের যদি ড্রাগ ছিনতাই করি তবে প্রাণে মেরে ফেলবে। নির্দোষী হয়েও ভয়ে সিঁটিয়ে ছিলাম আমি।’
ড্রাগ নয়, দুরন্ত গোলে ফুটবলপ্রেমীদের মন ছিনতাই করেছেন তিনি। অন্ধকার গলি থেকে ঝলমলে রাজপথে রিচার্লিসন।

26th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ