বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

শক্তিশালী আক্রমণভাগই
চিমাদের মূলধন

গতবারের শিল্ড চ্যাম্পিয়ন। গ্রুপ পর্বে শীর্ষে থেকে এএফসি চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করে জামশেদপুরের দলটি। নতুন কোচ অ্যাডি বুথরয়েডের হাত ধরে গতবারের সাফল্য ধরে রাখতে মরিয়া ইস্পাত শহরের দলটি। একই সঙ্গে দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে তারা। গতবার টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক গোলদাতা গ্রেস স্ট্রুয়ার্টের পরিবর্তে এসেছেন অ্যাস্ট্রেলিয়ার হ্যারি সয়ের। তবে গত মরশুমে লিগের মাঝপথে দলে যোগ দেওয়া ড্যানিয়েল চিমাকে ধরে রাখা হয়েছে।
শক্তি: দলে একঝাঁক তরুণ ভারতীয় ফুটবলারের উপস্থিতি। ডিফেন্সে ভরসা জোগাবে অধিনায়ক পিটার হার্টলের অভিজ্ঞতা। অপফ্রন্টে কোচের হাতে থাকছে একাধিক বিকল্প। চিমা গত বছর নিয়মিত গোল করেছেন। এবার তাঁকে সঙ্গত দিতে তৈরি ইশান পাণ্ডিতা।
দুর্বলতা: নতুন কোচ। এখনও টিম হিসেবে নিজেদের গুছিয়ে নিতে ব্যর্থ। ডুরান্ত কাপে রিজার্ভ দল পাঠিয়েছিল তারা। আইএসএলের আগে এই বিষয়টাই চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে। 
তারকা: পিটার হার্টলে, ড্যানিয়েল চিমা, ঈশান পাণ্ডিতা, এলি সাবিয়া, ওয়েলটিন প্রাওরি।
কোচ: অ্যাডি বুথরয়েড।
ফর্মেশন: ৪-২-৩-১
গতবারের ফল: ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট সংগ্রহ করে শিল্ড চ্যাম্পিয়ন।
সম্ভাবনা: প্রথম চারে থাকতে পারে।

7th     October,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ