বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ইভানের প্রশিক্ষণে সাফল্য
পেতে মরিয়া কেরল ব্লাস্টার্স

গতবারের রানার্স-আপ। টুর্নামেন্টের ইতিহাসে তিনবার ফাইনালে পৌঁছলেও প্রতিবারই খালি হাতে মাঠ ছাড়তে হয়েছে দক্ষিণ ভারতের এই ফ্র্যাঞ্চাইজি দলটিকে। তবে সার্বিয়ান কোচ ইভান ভুকোমানোভিচের প্রশিক্ষণে গতবার দারুণ ফুটবল মেলে ধরে তারা। তাই আরও তিন বছরের জন্য চুক্তি বেড়েছে তাঁর। 
শক্তি: গতবারের তুলনায় এবারের দলে ভারসাম্য অনেক বেশি। বিশেষত আদ্রিয়ান লুনা, সাহাল আব্দুল সামাদের সঙ্গে ইভান কালযুজনির অন্তর্ভুক্তি মাঝমাঠের শক্তি বাড়াবে। আপফ্রন্টে বিদ্যাসাগর সিং, সৌরভ মণ্ডলের মতো তরুণ ফুটবলার দলে আসায় কোচ ইভানের হাতে বিকল্প বেড়েছে।
দুর্বলতা: দলের একাধিক ফুটবলারের চোট প্রবণতা। গতবার এই কারণে টুর্নামেন্টের শুরুতে ভুগতে হয়েছিল হলুদ-ব্রিগেডকে। এবারও দিমিত্রিয়স দিয়ামানতাকোস ইতিমধ্যেই চোটের জন্য প্রাক-মরশুম প্রস্তুতি সফরে যোগ দিতে পারেননি।
তারকা ফুটবলার: আদ্রিয়ান লুনা, হরমনজিৎ সিং খাবরা, সাহাল আব্দুল সামাদ, রাহুল কেপি।
কোচ: ইভান ভুকোমানোভিচ। 
ফর্মেশন: ৪-৪-২।
গতবারের ফল: ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।
সম্ভাবনা: প্রথম চারে থাকতে পারে।

2nd     October,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ