বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

আজ গুয়াহাটিতে দ্বিতীয় টি-২০ ম্যাচ
সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে
 

গুয়াহাটি: দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কখনও টি-২০ সিরিজ জেতেনি ভারত। এবার সেই তিক্ত পরিসংখ্যান বদলানোর সুবর্ণ সুযোগ রোহিত শর্মাদের সামনে। তিরুবনন্তপুরমে প্রোটিয়াদের ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। ধারাবাহিকতা বজায় রেখে রবিবারই সিরিজ নিশ্চিত করতে চান রোহিত-বিরাটরা।
টি-২০ বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ টি-২০ সিরিজ। তাই মেগা টুর্নামেন্টের জন্য টিম কম্বিনেশন গড়ে তোলার ক্ষেত্রেও এর বাড়তি গুরুত্ব রয়েছে। তবে যশপ্রীত বুমরাহর চোট টিম ইন্ডিয়ার যাবতীয় পরিকল্পনাকে ওলটপালট করে দিয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে কাপযুদ্ধে দেশের এক  নম্বর পেসারকে সামনে রেখেই বোলিং কৌশল সাজাতে চাইছিলেন কোচ রাহুল দ্রাবিড়। কিন্তু তা এখন বিশবাঁও জলে। বুমবুমের চোট বড় ধাক্কা হয়ে এসেছে ভারতীয় শিবিরে। কারণ ভুবনেশ্বর কুমার ও হার্শল প্যাটেল একেবারেই ছন্দে নেই। স্ট্যান্ডবাই মহম্মদ সামি সদ্য করোনামুক্ত হলেও বিশ্বকাপের আগে তাঁকে ঝালিয়ে নেওয়ার সুযোগ নেই। ফলে বোলিং বিভাগ নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। অবশ্য দীপক চাহার ও বাঁহাতি অর্শদীপ কিছুটা ভরসা দিয়েছেন দলকে। তিরুবনন্তপুরমে এই দু’জনের আগুনে বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল প্রোটিয়া-ব্রিগেডের টপ অর্ডার। মাত্র ৯ রানে ৫ উইকেট হারিয়েছিল তারা। গুয়াহাটির পিচেও পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকে। তাই বড় ফ্যাক্টর হতে পারে টস। স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজার অভাব বুঝতে দিচ্ছেন না অক্ষর প্যাটেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের সেরা হওয়ার পর প্রোটিয়াদের বিরুদ্ধেও ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল। 
টি-২০ বিশ্বকাপের আগে ভারতের বড় প্রাপ্তি বিরাট কোহলির ফর্মে ফেরা। পাশাপাশি মিডল অর্ডারে রীতিমতো আগুন ঝরাচ্ছেন সূর্যকুমার যাদব। রানের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াও। এছাড়া গত ম্যাচে হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন লোকেশ রাহুল। ফিনিশারের ভূমিকায় থাকছেন দীনেশ কার্তিক। সবমিলিয়ে ভারতের ব্যাটিং বিভাগকে বেশ শক্তিশালী দেখাচ্ছে।
অন্যদিকে, প্রথম ম্যাচের হার ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। সফরকারী দলের অধিনায়ক তেম্বা বাভুমার কথায়, ‘সিরিজে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী আমরা। সে জন্য টপ অর্ডারকে আরও দায়িত্ব নিতে হবে।’ দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগ বেশ শক্তিশালী। কাগিসো রাবাডা, অ্যানরিখ নর্টজেরা বিশ্বের যে কোনও ব্যাটিং লাইন আপকে কাঁপিয়ে দিতে সক্ষম।
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭ টায়। সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে।

2nd     October,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ