বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

হার্শল ও ভুবির উপর
আস্থা অটুট রোহিতের

হায়দরাবাদ: বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের উচ্ছ্বাসেও কাঁটা হয়ে বিঁধছে ডেথ ওভারে ভারতের বোলিং। যদিও অধিনায়ক রোহিত শর্মা তা নিয়ে একেবারেই চিন্তিত নন। তিনি ভরসা রাখছেন ভুবনেশ্বর কুমার, হার্শল প্যাটেলদের উপর।
সদ্যসমাপ্ত সিরিজে সাত ওভারে ৯১ রান দিয়েছেন ভুবি। তাঁর ইকনমি-রেট ১৩। খারাপ বোলিংয়ে সেই পথ অনুসরণ করেছেন হার্শল। ওভারপ্রতি তিনি খরচ করেছেন ১২.৩৭ রান। খুব একটা পিছিয়ে নেই বুমরাহও। তাঁর ইকনমি রেট ১২.১৬। রবিবার সিরিজের শেষ ম্যাচে চার ওভারে তিনি দেন ৫০ রান। টি-২০ কেরিয়ারে দেশের হয়ে এক ম্যাচে এত রান দেননি বুমরাহ। সার্বিকভাবে ভারতের পেস আক্রমণ একেবারেই ভরসা দিতে পারছে না। যদিও রোহিত পাশে দাঁড়িয়েছেন পেসারদের। হার্শল প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেছেন, ‘ও আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। হার্শল প্রায় দু’মাসের মতো মাঠের বাইরে ছিল। বোলারদের পক্ষে চোট সারিয়ে ফিরতে সমস্যা হয়। তাই এই তিনটি ম্যাচ দিয়ে ওকে বিচার করলে ভুল হবে। অতীতে কঠিন পরিস্থিতিতে দুর্দান্ত বোলিং করেছে ও। হার্শলের দক্ষতার উপর পূর্ণ আস্থা রয়েছে আমাদের। আমি নিশ্চিত, ভুলক্রুটি শুধরে নিতে ও যথেষ্ট ঘাম ঝরাবে।’ 
ডেথ ওভারে ছন্দহীন দেখিয়েছে ভুবিকেও। এশিয়া কাপে হতাশ করেছিলেন তিনি। অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজেও শেষদিকে প্রচুর রান বিলিয়েছেন তিনি। তাঁর পাশে দাঁড়িয়ে রোহিত বলেন, ‘ওকে সময় দিতে হবে। গত কয়েক বছর ধরে দারুণ ধারাবাহিকতা দেখিয়ে এসেছে। সম্প্রতি খানিকটা ছন্দহীন লাগছে ওকে। এটা যে কোনও বোলারের ক্ষেত্রে হতে পারে। ডেথ ওভারে বোলিং করা সহজ কাজ নয়। তবে ভুবির আত্মবিশ্বাসে ঘাটতি নেই। আশা করি, ও দ্রুত সেরা ছন্দে ফিরবে। ওর উপর ভরসা রাখছি আমরা।’ পাশাপাশি রোহিত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সূর্যকুমারকে। তিনি বলেছেন, ‘মাঠের চারদিকে শট খেলতে পারে ও। তাই ও স্পেশ্যাল।’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে আরও তিনটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। বুধবার প্রথম ম্যাচ খেলতে তিরুবনন্তপুরম পৌঁছে গেলেন কোহলিরা। চোটের জন্য ছিটকে গিয়েছেন দীপক হুদা। তাঁর পরিবর্তে স্ট্যান্ডবাই শ্রেয়স আয়ার দলে ঢুকেছেন। সদ্য কোভিড থেকে সেরে ওঠা মহম্মদ সামি এখনও ম্যাচ ফিট নন। উমেশ যাদব তাই অস্ট্রেলিয়ার পর প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজেও থাকছেন। বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। তাঁর জায়গায় সুযোগ পেলেন বাংলা দলের শাহবাজ আহমেদ। 

27th     September,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ