বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

কল্যাণীতে মহমেডান স্পোর্টিংয়ের প্রতিপক্ষ এরিয়ান
আজ লিগ অভিযান
শুরু ইস্ট বেঙ্গলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’বছর পর ফের কলকাতা লিগ খেলতে নামছে ইস্ট বেঙ্গল। রবিবার নৈহাটি স্টেডিয়ামে সুপার সিক্সের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ খিদিরপুর। উল্লেখ্য, লিগের প্রাথমিক পর্বে রানার্স হয়ে পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করে তারা। এবার শক্তিশালী ইস্ট বেঙ্গলকে বেগ দিতে তৈরি খিদিরপুর।
কোচ বিনো জর্জের অধীনে তিন সপ্তাহের বেশি অনুশীলন সেরেছে ইস্ট বেঙ্গলের রিজার্ভ দল। একঝাঁক বাঙালি ফুটবলারের পাশাপাশি দলে যোগ দিয়েছেন সন্তোষ ট্রফি জয়ী কেরলের বেশ কয়েকজন ফুটবলার। লিগ জেতাই এবার লক্ষ্য লাল-হলুদ ব্রিগেডের। কোচ বিনো জানান, ‘জয় দিয়ে লিগ অভিযান শুরু করাই লক্ষ্য। খিদিরপুর যথেষ্ট ভালো দল। তবে আমাদের ছেলেরাও তৈরি। ক্লাবের ঐতিহ্য মাথায় রেখে দল মাঠে নামবে। লিগ চ্যাম্পিয়নশিপই আমাদের একমাত্র লক্ষ্য।’ এদিকে, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ভালো ফলের ব্যাপারে আশাবাদী খিদিরপুর কোচ দেবরাজ চ্যাটার্জি। তিনি জানান, ‘প্রাথমিক রাউন্ডে দল দুরন্ত ফুটবল খেলেছে। সুপার সিক্সেও সেই ছন্দ ধরে রাখতে হবে। তবে প্রতিপক্ষের নাম ইস্ট বেঙ্গল। ফলে তাদের সমীহ তো করতেই হবে।’
রবিবার কলকাতা লিগের অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং। কল্যাণীতে এরিয়ানের চ্যালেঞ্জ সামলাবে তারা।  ডুরান্ড কাপের ব্যর্থতা ঝেড়ে ঘরোয়া লিগে ভালো কিছু করতে মরিয়া সাদা-কালো ব্রিগেড। শনিবার সকালে মহমেডান স্পোর্টিং অনুশীলনে হাজির ছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে।
আজ কলকাতা লিগে— ইস্ট বেঙ্গল : খিদিরপুর (নৈহাটি)
মহমেডান স্পোর্টিং : এরিয়ান (কল্যাণী)

ম্যাচ শুরু দুপুর ২-৩০ মিনিটে ।

25th     September,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ