বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

কলকাতা লিগ থেকে
সরে দাঁড়াল মোহন বাগান

 

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: স্থানীয় লিগে খেলা নিয়ে দীর্ঘদিন ধরেই টালবাহানা করছিল এটিকে মোহন বাগান। ক্লাব সচিবের চাহিদা মতো বকেয়া পেমেন্টের একটি অংশও মিটিয়েছিল আইএফএ। এমনকী, ব্যক্তিগত উদ্যোগে ভিয়েতনামগামী জাতীয় দলে সবুজ-মেরুনের ফুটবলার সংখ্যাও কমিয়েছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌব। তা সত্ত্বেও এফএসডিএলের দোহাই দিয়ে লিগ থেকে সরে দাঁড়াল শতাব্দীপ্রাচীন ক্লাব।
শুক্রবার এটিকে মোহন বাগান কর্তারা ঘরোয়া লিগে খেলার ব্যাপারে এফএসডিএলের কাছে অনুমতি চেয়েছিলেন। শনিবার আয়োজকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আইএসএলের মাঝে কলকাতা লিগে খেলা যাবে না। তারপরই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেন সবুজ-মেরুন কর্তারা। এই চিঠি পাওয়ার পর আইএফএ ঠিক করেছে, মোহন বাগানের প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষ ওয়াকওভার পাবে।
সবুজ-মেরুন সচিব জানিয়েছেন, ‘৩০ সেপ্টেম্বরের মধ্যে ক্রীড়াসূচি অনুসারে আমরা দু’টি ম্যাচ খেলতে পারতাম। তারপর খেলার কোনও উপায় নেই। মাঝপথে দল তুলে নেওয়ার চেয়ে প্রথম থেকে সরে যাওয়া ভালো।’ আইএফএ’র সংবিধান অনুসারে পরপর দুই বছর লিগে না খেললে মোহন বাগানের রেজিস্ট্রেশন বাতিল হয়ে  যাওয়ার কথা। এদিকে, ইস্ট বেঙ্গলের শীর্ষ কর্তা জানান, ‘রিজার্ভ টিমসহ আমাদের হাতে রয়েছে প্রচুর ফুটবলার। আইএসএল শুরু হলেও লিগে খেলতে তাই কোনও অসুবিধা হবে না।’ 

25th     September,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ