বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ভক্তদের অভিবাদনে সম্মোহিত ফেডেরার

লন্ডন: কানায় কানায় পূর্ণ লন্ডনের ও-টু এরিনার গ্যালারি। টিম ইউরোপের নীল রঙের পোশাকে রজার ফেডেরার প্রবেশ করতেই জয়ধ্বনি আর উচ্ছ্বাসের তরঙ্গে ভরে গেল গোটা স্টেডিয়াম। তারপর বিদায়ী নায়কের উদ্দেশে ‘স্ট্যান্ডিং ওভেশন’। ভক্তকুলের বিনম্র অভিবাদনে সম্মোহিত কিং অব গ্রাস কোর্ট। জীবনের শেষ ম্যাচ খেলতে নামার আগে রীতিমতো আবেগমথিত দেখাল ফেডেরাকে। ছলছলে চোখ, কপাল কুঁচকে সেই ট্রেডমার্ক ঠোঁটের কোণে মুচকি হাসি। দ্রুত নিজেকে সামলে নিয়ে হাত নাড়ালেন গ্যালারির দিকে তাকিয়ে। ঘোষক তখন বলেই চলেছেন, ‘ওলিম্পিকে সোনা জয়ী। টানা ৩১০ সপ্তাহ বিশ্বের একনম্বর। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়। সুইস কিংবদন্তি রজার ফেডেরারের বিদায়ী ম্যাচে আমরা ব্যথিত, উদ্বেলিত।’ পাশে দাঁড়িয়ে তিন প্রতিদ্বন্দ্বী— নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে। সঙ্গে দুই দলের ক্যাপ্টেন বিয়ন বর্গ ও জন ম্যাকেনরো। শুক্রবার রাতে এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল টেনিস দুনিয়া। আবেগে ভাসলেন নেটিজেনরাও।
কোর্টে নামার আগে টেবিল টেনিসেও ম্যাজিক দেখান রজার ফেডেরার। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন স্বয়ং। তারপর সিঙ্গলসে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের সঙ্গে জুটি বেঁধে খেললেন ডাবলসও। প্রতিপক্ষ ওয়ার্ল্ডের আমেরিকান টিমের জুটিতে ছিলেন জ্যাক সক ও ফ্রান্সেস তিয়াফো। তবে কোর্টের লড়াই ঢাকা পড়ে গিয়েছে ফেডেরার আবেগে। ২০০৩ সালে এই লন্ডনের মাটিতেই জিতেছিলেন জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। তারপর অল ইংল্যান্ড কোর্টে রেকর্ড সংখ্যক আটবার উইম্বলডন শিরোপা উঠেছে তাঁর মাথায়। সিঙ্গলস স্পেশালিস্ট হিসেবে নিজেকে তুলে গিয়েছেন হিমালয় সমান উচ্চতায়। সেই মহাতারকা টেনিস জীবনের ছেদ টানলেন ডাবলস ম্যাচ দিয়ে! এদিন খেলা শুরুর আগে কিংবদন্তি জন ম্যাকেনরো বলছিলেন, ‘ফেডেরারের অভাব পূরণ হওয়ার নয়। সবাই তো আর টেনিস শিল্পী হয় না। এ এক ব্যতিক্রমী প্রতিভা।’ তবে জীবনের শেষ ম্যাচেও চূড়ান্ত পেশাদারিত্ব দেখিয়েছেন ফেডেরার। সঙ্গী নাদালের সঙ্গে বিনিময় করেছেন পেপটক। উজ্জীবিত করেছেন মাঝে পরস্পরকে।

24th     September,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ