বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

এমবাপের দুরন্ত গোল, নেশনস লিগে প্রথম জয় ফ্রান্সের

প্যারিস: অবশেষে চলতি উয়েফা নেশনস লিগে জয়ের মুখ দেখল ফ্রান্স। স্তেদ দ্যঁ ফ্রঁসেতে বৃহস্পতিবার অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে শীর্ষস্তরে টিকে থাকার আশা জিইয়ে রাখল বিশ্বচ্যাম্পিয়নরা। ফ্রান্সের দুই গোলদাতা কিলিয়ান এমবাপে ও অলিভার জিরু। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ১-এর তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। 
গত জুনে নেশনস লিগে অস্ট্রিয়ার বিরুদ্ধে এমবাপের গোলেই হার বাঁচিয়েছিল ফ্রান্স। এদিনও ৫৬ মিনিটে দিদিয়ের দেশঁর দলকে লিড এনে দিলেন তিনি। ডানদিক থেকে জিরুর পাস ধরে প্রতিপক্ষের পাঁচ জন ডিফেন্ডারকে কাটিয়ে চোখ ধাঁধানো গোল এমবাপের (১-০)। অবশ্য ম্যাচের দ্বিতীয় মিনিটে অফসাইডের জন্য তাঁর একটি গোল বাতিল হয়। এরপর ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিরু। আঁতোয়া গ্রিজম্যানের  ঠিকানা লেখা ক্রসে দুরন্ত হেডে প্রতিপক্ষের জাল কাঁপান ফরাসি স্ট্রাইকার (২-০)। ফ্রান্সের হয়ে এটা জিরুর ৪৯তম গোল। ম্যাচের বাকি সময়ে মরিয়া চেষ্টা চালিয়েও লড়াইয়ে ফিরতে পারেনি অস্ট্রিয়া। তবে প্রথমার্ধের শেষদিকে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার জুলিয়াস কুন্দে। ম্যাচ শেষে কোচ দেশঁ বলেন, ‘জয়টা খুবই দরকার ছিল। পুরো ম্যাচ আমরাই নিয়ন্ত্রণ করেছি। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে আরও বেশি ব্যবধানে জিততে পারতাম। তবে অল্প দিনের প্রস্তুতিতে এই ম্যাচে খেলতে নেমেছিলাম। ছেলেদের পারফরম্যান্সে সন্তুষ্ট।’
এদিকে, শনিবার নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে নামছে পর্তুগাল। ম্যাচটি জিতে গ্রুপ চ্যাম্পিয়নের আশা জিইয়ে রাখাই লক্ষ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ২-এর দ্বিতীয় স্থানে পর্তুগিজরা। সমসংখ্যক ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে স্পেন। শেষ রাউন্ডে এই দু’দল মুখোমুখি হবে। পাশাপাশি দেশের জার্সিতে স্কোরশিটে নাম তুলতে মুখিয়ে রয়েছেন রোনাল্ডো।
নেশনস লিগের অন্য ম্যাচে পোল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। ১৩ মিনিটে কডি গাকপোর গোলে লিডের পর ৬০ মিনিটে ডাচদের জয় নিশ্চিত করেন স্টিভেন বার্গউইন। পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লিওয়ানডস্কিকে গোটা ম্যাচে নিষ্প্রভ দেখিয়েছে। এই জয়ের সুবাদে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে গ্রুপ ৪-এর শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। গ্রুপ ৪-এর অপর ম্যাচে ওয়েলসকে ২-১ ব্যবধানে বশ মানিয়েছে বেলজিয়াম। জয়ী দলের দুই গোলদাতা যথাক্রমে কেভিন ডি’ব্রুইন ও মিচি বাতশুয়াই। ওয়েলসের একমাত্র গোলটি মুরের। এছাড়া গ্রুপ ১-এর ম্যাচে ডেনমার্ককে হারিয়েছে ক্রোয়েশিয়া।

24th     September,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ