বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

আটকে গেল বার্সা,
বিবর্ণ লিওয়ানডস্কি

বার্সেলোনা- ০  :  রায়ো ভায়েকানো- ০

বার্সেলোনা: নতুন মরশুমের শুরুতেই হোঁচট বার্সেলোনার। শনিবার লা লিগায় ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রায়ো ভায়েকানোর বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে জাভি-ব্রিগেড। বার্সার জার্সিতে অভিষেকে নজর কাড়তে ব্যর্থ রবার্ট লিওয়ানডস্কি। পুরো সময় মাঠে থাকলেও প্রতিপক্ষ বক্সে সেভাবে দাঁত ফোটাতে পারেননি তারকা পোলিশ স্ট্রাইকার। সংযোজিত সময়ে সের্গিও বুস্কেতস লাল কার্ড দেখায় শেষ কয়েক মিনিট ১০ জনে খেলতে হয় ২৬ বারের লিগ জয়ীদের।
গত মরশুমের হতাশা কাটিয়ে সাফল্যের সরণিতে ফিরতে একঝাঁক ফুটবলারকে সই করিয়েছে বার্সেলোনা। যদিও আর্থিক জটিলতার জেরে শনিবার লিওয়ানডস্কি, রাফিনহাদের খেলা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। শেষ পর্যন্ত ক্লাবের সম্পত্তি বিক্রি করে তাঁদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তে ও তাঁর ম্যানেজমেন্ট টিম। নতুন আঙ্গিকে গড়ে ওঠা এই বার্সাকে ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে। প্রিয় দলের খেলা দেখতে শনিবার প্রায় ৮১ হাজার সমর্থক হাজির ছিলেন ন্যু ক্যাম্পে। যদিও ম্যাচ শেষে একরাশ হতাশাকে সঙ্গী করেই ফিরতে হল তাঁদের। বার্সার জয়ে পথে প্রধান কাঁটা হয়ে দাঁড়ান ভায়োকানো গোলরক্ষক দিমিত্রিভস্কি। ম্যাচে বেশ কয়েকটি অনবদ্য সেভ করেন তিনি। শেষলগ্নে কাউন্টার অ্যাটাকে দারুণ সুযোগ গড়ে তুলেছিল ভায়েকানোও। সেই সহজ সুযোগ হাতছাড়া না করলে, বার্সার বিরুদ্ধে টানা তৃতীয় জয় পেতেই পারতো মাদ্রিদের ক্লাবটি। দলের প্রথম ম্যাচের পারফরম্যান্সে যথেষ্ট হতাশ বার্সেলোনার কোচ জাভি। তাঁর কথায়, ‘শুরুটা মোটেই ভালো হল না। আমি কোনও অজুহাত দিতে চাই না। জানি, আমাদের ঘিরে অনেক প্রত্যাশা রয়েছে। এদিন তা পূর্ণ করতে ব্যর্থ দল। তবে এটা সবে শুরু। এখনও অনেক পথ বাকি।’
এদিকে, ইন্তার মিলানের জার্সিতে প্রত্যাবর্তনে স্কোরশিটে নাম তুললেন রোমেলু লুকাকু। শনিবার সিরি-এ’তে নতুন মরশুমে জয় দিয়ে অভিযান শুরু করল মিলানের ক্লাবটি। অ্যাওয়ে ম্যাচে লিসেকে ২-১ গোলে হারাল তারা। লুকাকুর পাশাপাশি লক্ষ্যভেদ করেন ডেঞ্জেল ডামফ্রিস। প্রথম ম্যাচে জয় পেয়েছে এসি মিলানও। ঘরের মাঠে তারা ৪-২ ব্যবধানে হারাল উদিনেসেকে। জোড়া গোল আন্তে র‌্যাবিটের। পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন থিও হার্নান্ডেজ ও ব্রাহিম ডিয়াজ।

15th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ