বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

বিশ্ব ব্যাডমিন্টনে নেই পিভি সিন্ধু

হায়দরাবাদ: চোটের জন্য বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু। শনিবার প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন ভারতের তারকা শাটলার। সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর কমনওয়েলথ গেমসে তাঁর প্রাপ্তি সোনা। বিশ্ব ব্যাডমিন্টনে খেতাব জিতলে তাঁর ত্রিমুকুটের লক্ষ্যপূরণ হতো। কিন্তু ২১ আগস্ট থেকে টোকিওতে অনুষ্ঠেয় বিশ্ব ব্যাডমিন্টনে নামাই হবে না তাঁর। 
কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে সোনা জেতার আগেই গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন সিন্ধু। তবুও তিনি লক্ষ্যচ্যূত হননি। যন্ত্রণা সয়েই জেতেন সোনা। পরে এক্স-রে ও স্ক্যান রিপোর্টে দেখা যায়, ওলিম্পিকসে জোড়া পদক জয়ী তারকার বাঁপায়ের গোড়ালির হাড়ে চিড় ধরেছে। সেরে উঠতে প্রায় দেড় মাস লাগবে।
কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তাঁকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন অনুরাগীরা। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে চোট। সিন্ধুর বাবা পিভি রামানা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘বার্মিংহামে চোট পাওয়ার পর কোর্টে নামাই কঠিন ছিল। কিন্তু যন্ত্রণা উপেক্ষা করেই সোনা জিতেছে সিন্ধু। এবার ওর সত্যিই বিশ্রাম প্রয়োজন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ওর খেলতে না পারাটা খুবই হতাশজনক। বিশেষ করে সম্প্রতি ভালো ছন্দে ছিল ও। কিন্তু কিছু করার নেই। ইতিমধ্যে চিকিৎসা শুরু হয়েছে। আশা করছি, ডেনমার্ক ও প্যারিস ওপেনের আগেই চোট সারিয়ে কোর্টে ফিরবে সিন্ধু।’

14th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ