বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

গ্রেনাডায় নীরজের প্রতিদ্বন্দ্বীর উপর হামলা
 

সেন্ট জর্জ: নিজের দেশেই আক্রান্ত জ্যাভেলিনে বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স। এই মুহূর্তে গ্রেনাডার এই অ্যাথলিট নীরজ চোপড়ার কঠিনতম প্রতিদ্বন্দ্বী। ভারতীয় থ্রোয়ারকে টপকেই বিশ্বসেরা হয়েছেন পিটার্স। গ্রেনাডা পুলিস সূত্রে খবর, এক প্রমোদতরীতে পিটার্সকে সম্মান জানানো হয়েছিল। হঠাৎই পাঁচ ব্যক্তি তাঁর উপর চড়াও হয় এবং মারধর করে। এখানেই শেষ নয়। এরপর গ্রেনাডার থ্রোয়ারকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। হামলাকারীরা দ্রুত চম্পট দেন। প্রমোদতরীর কর্মীরা পিটার্সকে সমুদ্র থেকে উদ্ধার করেন। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, পিটার্সের অবস্থা স্থিতিশীল। 
ঘটনার তদন্ত শুরু করেছে গ্রেনাডা পুলিস। সেই দেশের ওলিম্পিক কমিটি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। গ্রেনাডা ওলিম্পিক কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘পিটার্সের উপর জঘন্য হামলা নিন্দনীয়। পুলিসকে আমরা সবরকম সহযোগিতা করতে প্রস্তুত।’ উল্লেখ্য, জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্ব মিটে ৯০.৫৪ মিটার ছুঁড়ে সোনা জিতেছিলেন পিটার্স। সেই মিটে নীরজ পান রুপো (৮৮.১৩ মিটার)। তবে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে রুপো জিতেছেন পিটার্স (৮৮.৬৪ মিটার)। সোনা পাকিস্তানের আর্শাদ নাদিমের (৯০.১৮ মিটার)। গেমসের সাফল্যের পরই পিটার্সকে সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই এই বিপত্তি!

14th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ