বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ফ্র্যাঙ্কি ডে জং ও অবামেয়াংকে চাইছে চেলসি

লন্ডন: বার্সেলোনায় ফ্র্যাঙ্কি ডে জংয়ের ভবিষ্যত্ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। মোটা অর্থের বিনিময়ে এই ডাচ মিডিওকে ছেড়ে দিতে চায় কাতালন ক্লাবটি। তবে ফ্র্যাঙ্কি ডে জংয়ের ক্যাম্প ন্যু ছেড়ে যাওয়ার কোনও ইচ্ছা নেই। তাই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের একাধিক লোভনীয় অফার ফিরিয়ে দিয়েছেন তিনি। তাছাড়া ডে জং ম্যান ইউতে যোগ দিলে এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন না। কারণ, ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। তবে এবার ডি জংকে দলে নিতে আসরে নামল চেলসি। পাশাপাশি পিয়েরে এমেরিক অবামেয়ংকেও সই করাতে চাইছে ‘দ্য ব্লুজ’। এই দুই প্লেয়ারের জন্য ইতিমধ্যেই বার্সেলোনাতে এসে হুয়ান লাপোর্তের সঙ্গে দেখাও করে গিয়েছেন চেলসির কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০২৬ সালের জুন পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি রয়েছে ডে জংয়ের। কিন্তু এরপরও তাঁকে নিয়ে চলতি দলবদলে আলোচনা তুঙ্গে। বার্সেলোনার পুরনো আর্থিক সমস্যায় এর প্রধান কারণ। লিওয়ানডস্কি, রাফিনহাদের মতো নতুন খেলোয়াড়দের রেজিস্ট্রেশন এবং লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে’র কারণেই ডে জংকে বিক্রি করতে চাইছে কাতালন ক্লাবটি। যদিও বার্সা প্রেসিডেন্ট লাপোর্তে সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, ‘ফ্র্যাঙ্কি থাকতে চায়, আমরাও চাই ও বার্সেলোনায় থাকুক। কিন্তু ক্লাবের আর্থিক বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে। ওকে বেতন কমানোর জন্য আমরা অনুরোধ করব।’ জানা গিয়েছে, ডে জং বেতন কমাতে খুব একটা আগ্রহী নয়। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগে খেলা চেলসিকে নতুন ঠিকানা হিসেবে বেছে নিতেই পারেন ডাচ মিডিও। এদিকে, চলতি ট্রান্সফার উইন্ডোতে রোমেলু লুকাকু এবং টিমো ওয়ার্নারকে ছেড়ে দিয়েছে চেলসি। তাই একজন স্ট্রাইকারের খোঁজে রয়েছে দ্য ব্লুজ। আর শোনা যাচ্ছে, রবার্ট লিওয়ানডস্কি যোগ দেওয়ায় বার্সেলোনা ছাড়তে চাইছেন অবামেয়াং। সেই সুযোগ কাজে লাগিয়ে গাবনের তারকা স্ট্রাইকারকে সই করাতে চাইছে চেলসি। যদিও কথাবার্তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

16th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ