বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

মেসির প্রশংসায় পিএসজি কোচ

প্যারিস: পিএসজিতে অভিষেক মরশুমটা ভালো কাটেনি লায়োনেল মেসির। নিজের ছায়া হয়েই থেকে গিয়েছিলেন আর্জেন্তাইন মহাতারকা। তবে সেই ব্যর্থতা ভুলে চলতি মরশুমের শুরুটা দুর্দান্ত করেছেন লিও। লিগে অভিষেক ম্যাচেই ক্লেহমোঁ ফুটের বিরুদ্ধে জোড়া গোল করেছেন তিনি। সুবাদে বড় ব্যবধানে জয় পেয়েছে পিএসজিও। আর ম্যাচের পরেই মেসিকে প্রশংসায় ভরালেন প্যারিসের ক্লাবটির নতুন কোচ ক্রিস্টফে গালতিয়েরে।  তাঁর কথায়, ‘মাঠে ও মাঠের বাইরে লিওকে যত দেখি মুগ্ধ হই। ওর মতো ফুটবলার যে কোনও দলের সম্পদ। আমাদের খেলোয়াড়দের কাছেও ও অনুপ্রেরণা। সব অনুশীলন সেশনে করে, সবকিছুতেই যুক্ত থাকে। ও হাসলে মনে হয় দলের সাফল্য বাঁধা।’
গত মরশুমে একপ্রকার বাধ্য হয়েই বার্সেলোনা ছাড়তে হয়েছিল মেসিকে। স্বাভাবিকভাবেই নতুন ক্লাবে মানিয়ে নিতে সমস্যা হয়েছে সাতবারের ব্যালন ডি ওর জয়ীর। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে ১১টি গোল করেছিলেন তিনি। তবে সেসব অতীত। এবার লিগের প্রথম ম্যাচে তাঁর বাই সাইকেল কিকে গোল আলোড়ন ফেলে দিয়েছে ফুটবলমহলে। এই প্রসঙ্গে পিএসজি কোচের মন্তব্য, ‘সত্যি বলতে আমি অবাক হইনি। ওর  যা সব রেকর্ড রয়েছে। ক্লাব পর্যায়ে ও সবকিছুই জিতেছে। শুধু দেশের হয়ে বিশ্বকাপ জেতাটাই বাকি আছে।’

16th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ