বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ইস্ট বেঙ্গল জার্সি গায়ে চাপাতে চলেছেন
 ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স লিমা

সোমনাথ বসু, কলকাতা: চূড়ান্ত হল ইস্ট বেঙ্গলের প্রথম বিদেশি। আসন্ন মরশুমে লাল-হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন অ্যালেক্স লিমা। বিদেশি চয়নের ক্ষেত্রে তাড়াহুড়ো একেবারেই না-পসন্দ কোচ স্টিফেন কনস্টানটাইনের। একাধিক ফুটবলারের বায়ো-ডেটা নিয়ে আলোচনা করার পর অবশেষে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে সই করানোর ব্যাপারে সবুজ সঙ্কেত দেন ব্রিটিশ কোচ। জামশেদপুর এফসি’র হয়ে গত তিন বছরে বেশ নজর কেড়েছেন ৩৩ বছর বয়সি লিমা। আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা স্রেফ সময়ের ব্যাপার। সূত্রের খবর, বাকি বিদেশি ফুটবলারও দ্রুত বেছে নেওয়া হবে।
দীর্ঘ কেরিয়ারে একাধিক ক্লাবের জার্সি গায়ে চাপিয়েছেন লিমা। শিকাগো ফায়ার, হোস্টন ডায়নামোর পাশাপাশি কোরিয়ান লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। প্রধানত মাঝমাঠের ফুটবলার হলেও, গতি বাড়িয়ে আক্রমণ তৈরির ব্যাপারে তাঁর বিশেষ মুন্সিয়ানা রয়েছে। সেটপিসেও যথেষ্ট দক্ষ তিনি।  উল্লেখ্য, গত মরশুমের ইন্ডিয়ান সুপার লিগে এটিকে মোহন বাগানের বিরুদ্ধে জামশেদপুর এফসি’র হয়ে জয়সূচক গোলটি করেছিলেন অ্যালেক্স লিমা। আগামী ২৮ আগস্ট ডুরান্ড কাপের ডার্বিতে তাঁর উপস্থিতি নিঃসন্দেহে লাল-হলুদ সমর্থকদের ভরসা জোগাবে।
এদিকে, গোলরক্ষক পজিশন মজবুত করতে ওড়িশা এফসি থেকে কমলজিৎ সিংকে সই করাল ইমামি ইস্ট বেঙ্গল। বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। আসন্ন মরশুমে লাল-হলুদ জার্সিতে শুভাশিস রায়চৌধুরীর খেলা নিয়ে রয়েছে সংশয়। দলের সঙ্গে মাত্র একদিনই অনুশীলনে দেখা গিয়েছিল তাঁকে। মেডিক্যাল টেস্টে বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় গত কয়েকদিন বিশ্রামে ছিলেন তিনি। বৃহস্পতিবার গ্যালারিতে বসেই দলের অনুশীলন দেখেন। তবে জানা গিয়েছে, শুক্রবার হয়তো ফের অনুশীলনে যোগ দেবেন শুভাশিস। বৃহস্পতিবার কমলজিতের পাশাপাশি সুমিত পাসি ও লালচুংনুঙ্গাকে নেওয়ার কথা ঘোষণা করা হয়।

12th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ