বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

গিলক্রিস্টকে জবাব গাভাসকরের
 

নয়াদিল্লি: বিদেশি লিগগুলিতে ভারতীয় ক্রিকেটারদের খেলার ছাড়পত্র না দেওয়া প্রসঙ্গে বিসিসিআইয়ের পাশে দাঁড়ালেন সুনীল গাভাসকর। তাঁর যুক্তি, এই সিদ্ধান্তে কোনও ভুল নেই। প্লেয়ারদের ওয়ার্কলোড কমানোর লক্ষ্যেই এমন অনমনীয় মনোভাব বজায় রেখেছে ভারতীয় বোর্ড।
অন্য দেশের টি-২০ লিগে কোহলি-রোহিতদের খেলতে না দেওয়ার বিরোধিতা করে সম্প্রতি সরব হয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর দাবি, আইপিএলে যেমন অন্য দেশের ক্রিকেটাররা খেলতে আসে, তেমনই বিগ ব্যাশ, হান্ড্রেড-এর মতো লিগগুলিতে ভারতীয়দের খেলার অনুমতি দেওয়া উচিত বিসিসিআইয়ের। নিজের নিবন্ধে সেই বিষয়ে জবাব দিলেন গাভাসকর। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, ক্রিকেটের ‘পুরনো শক্তি’দের ইচ্ছা অনুসারে এখন আর সব কিছু চলবে না। সানির বক্তব্য, ‘বিদেশের কিছু প্রাক্তন ক্রিকেটার বলছে, বিসিসিআইয়ের উচিত ভারতীয় ক্রিকেটারদের বিগ ব্যাশ বা হান্ড্রেডের মতো প্রতিযোগিতায় খেলতে দেওয়া। এর দ্বারা ওরা চাইছে, নিজেদের দেশের টি-২০ লিগে আরও স্পনসর টানতে। আসলে দেশের ক্রিকেট নিয়ে চিন্তিত তারা। কিন্তু ভারতীয় বোর্ড খেলোয়াড়দের বাড়তি ওয়ার্কলোড থেকে আগলে রাখতে বদ্ধপরিকর। এই সিদ্ধান্ত একশোভাগ সঠিক। এটাই ক্রিকেটের পুরনো শক্তিদের পছন্দ হচ্ছে না।’ গাভাসকর আরও লিখেছেন, ‘নিজেদের দেশের টি-২০ লিগকে আকর্ষণীয় করতে ওরা শুধু ভারতীয় ক্রিকেটারদের পাওয়ার কথা বলে। কিন্তু কোচিং বা অন্য কোনও ভূমিকার জন্য ভারতীয়দের সুযোগ দেওয়ার কথা ভাবে না। অথচ এই ভূমিকাগুলিতেও ভারতীয়রা দুর্দান্ত কাজ করতে পারে। গত কয়েক বছরে ক্রিকেটবিশ্ব তার প্রমাণও পেয়েছে।’
ভারেতর ব্যাটিং কিংবদন্তি আরও বলেছেন, আইপিএল থেকে অস্ট্রেলিয়ার প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা যথেষ্ট লাভবান হচ্ছেন। গিলক্রিস্টের মতো ব্যক্তিত্বদের এভাবে বিসিসিআইয়ের সমালোচনা করা অনৈতিক। গাভাসকরের কথায়, ‘আইপিএলের অধিকাংশ ফ্র্যাঞ্চাইজিতেই অজি ক্রিকেটার রয়েছে। কোচ বা সহযোগী হিসেবেও কাজ করছে অস্ট্রেলিয়ার অনেকেই। বিশ্বের অন্যান্য দেশগুলির মতো তারাও লাভবান হচ্ছে এই টুর্নামেন্ট থেকে। তাই গিলক্রিস্টদের দ্বিমুখী  মনোভাব মেনে নেওয়া যায় না।’

11th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ