বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ক্লাবকে ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
মোহন বাগান বললেই মায়ের কথা মনে পড়ে: মমতা 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘড়ির কাঁটা তখন বেলা চারটে ছুঁই ছুঁই। অবিরাম বৃষ্টির মধ্যে বুধবার মোহন বাগান তাঁবুতে পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম। পরনে সাদা সাড়ি, সবুজ-মেরুন পাড়। শতাব্দীপ্রাচীন ক্লাবে ঢোকার মুখেই তাঁকে স্বাগত জানতে হাজির ছিল একঝাঁক খুদে ফুটবলার। প্রত্যেকের সঙ্গে হাত মেলানোর পাশাপাশি তাদের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন মুখ্যমন্ত্রী। তারপর সোজা পৌঁছন নবসজ্জিত ক্লাব তাঁবুতে। ফিতে কেটে উদ্বোধনের পাশাপাশি ঘুরেও দেখেন। সচিবের ঘরে নানারকম বল সাজানো থাকলেও ছিল না রাজ্য সরকারের নিজস্ব তৈরি ‘জয়ী’। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভেসে আসে জননেত্রীর প্রশ্ন, ‘আমাদের তৈরি বল নেই কেন?’ এরপর তিনি হাজির হন মূল মঞ্চে। মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মোহন বাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য। পুষ্পস্তবক তুলে দেন প্রদীপ চৌধুরী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লাবের পক্ষ থেকে আজীবন সদস্যপদে সম্মানীত করা হয়। তাঁর হাতে সেই কার্ড তুলে দেন আর এক ঘরের ছেলে সত্যজিৎ চ্যাটার্জি। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি, মানস ভট্টাচার্য, বিনীত গোয়েল। 
শতাব্দীপ্রাচীন ক্লাবের আপ্যায়ণে আপ্লুত মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘মোহন বাগান ক্লাবের ঐতিহ্যকে কেউ কখনও ভুলতে পারে না। মোহন বাগানের তুলনা মোহন বাগান নিজেই। এই মাটি, সোনার চেয়ে খাঁটি। আজ মায়ের কথা খুব মনে পড়ছে। মোহন বাগানের খেলা থাকলে কালীঘাটে পুজো দেওয়া ছিল তাঁর অভ্যাস। দুপুর থেকে ঠায় রেডিও নিয়ে বসে থাকতেন। পেলে ম্যাচের দিনও তিনি কালীঘাটে পুজো দিতে পাঠান। মা আমার মোহন বাগানী। আবার  দাদার টান রয়েছে ইস্ট বেঙ্গলের প্রতি। তবে আমি সব ক্লাবকে সমান ভালোবাসি। ইস্ট বেঙ্গল, মোহন বাগান, মহমেডান স্পোর্টিংয়ের পাশাপাশি রাজ্যের ছোট ক্লাবগুলোর পাশে থাকার চেষ্টা করি। আগামী দিনেও থাকব।’ 
এদিন একই সঙ্গে বিরোধীদের এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘নেতিবাচক মানসিকতার লোক আজ চারদিকে ভরে গিয়েছে। নানারকম কুৎসা, উল্টোপাল্টা নেগেটিভ ভাবনাচিন্তা মানুষের মনে ঘুরছে। আগে বাংলায় এসব ছিল না। বাংলার সংস্কৃতি গর্ব করার মতো। এই মাটিতেই নবজাগরণের সৃষ্টি। মনে রাখতে হবে, ১৯১১ সালে আইএফএ শিল্ড জয়ের মধ্যে দিয়ে মোহন বাগানই খেলার মাঠে বিপ্লব ঘটিয়েছিল।’ উল্লেখ্য, এদিন অনুদান স্বরূপ ক্লাবকে ৫০ লক্ষ টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী। যা দিয়ে দ্রুত ক্লাবে তৈরি করা হবে স্পোর্টস লাইব্রেরি। 
এদিকে, ময়দানের বিভিন্ন ক্লাবের দিকে মুখ্যমন্ত্রীর সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রচেষ্টাকে সাধুবাদ জানান সুব্রত ভট্টাচার্য। তাঁর মন্তব্য, ‘মুখ্যমন্ত্রী একজন ক্রীড়াপ্রেমী মানুষ। আমাদের অনুপ্রেরণা। তাঁর উৎসাহে আমরা সঠিক পথেই এগিয়ে চলেছি। কর্তাদের উচিত, মুখ্যমন্ত্রীর অনুদান পরিকল্পিত পথে কাজে লাগানো।’

11th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ