বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

হকির খেতাবি লড়াইয়ে
ভারতীয় পুরুষ দল

বার্মিংহাম: কমনওয়েলথ গেমসে ভারতের আরও এক পদক জয় সময়ের অপেক্ষা। পুরুষদের হকিতে ভারত ৩-২ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেল। সেক্ষেত্রে অন্তত রুপো পাওয়া  নিশ্চিত ভারতীয় দলের। শনিবার শেষ চারের লড়াইয়ে ভারত অভিষেক ও অধিনায়ক মনপ্রীত সিংয়ের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। তারপর দক্ষিণ আফ্রিকা সমতা ফেরালেও ৫৮ মিনিটে জয়সূচক গোল যুগরাজ সিংয়ের।  অধিনায়ক মনপ্রীত বলেন, ‘আমরা সোনা ছাড়া কিছু ভাবছিই না।’
এদিকে, বিতর্কিত হারে চোখের জলে মাঠ ছাড়তে হল ভারতীয় মহিলা হকি দলের খেলোয়াড়দের। শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমি-ফাইনাল ম্যাচ রেফারির ভুলে হারতে হয় ভারতকে। চারটি কোয়ার্টারের শেষে ম্যাচর ফল ছিল ১-১। তারপরেই পেনাল্টি শ্যুট আউটে বিতর্কিত ঘটনার সূত্রপাত। প্রথমে অস্ট্রেলিয়ার অ্যাম্ব্রোসিয়া মালনে হিট নেন। তা রুখে দেন ভারতের গোলরক্ষক সবিতা পুনিয়া। কিন্তু রেফারি অবিবেচকের মতো আট সেকেন্ড সময় কাউন্ট করার জন্য স্টপ ওয়াচ চালু করতে ভুলে যান! ফলে ফের হিট নেওয়ার সুযোগ পান মালনে। দ্বিতীয়বারের প্রয়াসে অস্ট্রেলিয়ার প্লেয়ার লক্ষ্যভেদে ভুল করেননি। ভারত পিছিয়ে যায় এক গোলে। অস্ট্রেলিয়া শেষপর্যন্ত শ্যুটআউটে ৩-০ ব্যবধানে জেতে। ম্যাচের পর মাঠের বাইরে কোচের ঘাড়ে মাথা রেখে কান্নায় ভেঙে পড়েন ভারতের অধিনায়ক সবিতা পুনিয়া। তাঁদের এবার ব্রোঞ্জ পদকের লড়তে হবে।
পুরো ঘটনায় হতবাক ভারতীয় ক্রীড়া মহল। বিশেষজ্ঞদের একটাই প্রশ্ন, পেশাদার-বিজ্ঞানের যুগে এমন কি হতে পারে? আন্তর্জাতিক হকি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘পেনাল্টি শ্যুট আউটের সময় স্টপ ওয়াচ চালুর আগেই খেলা শুরু হয়। আবার হিট নিতে হয়েছে। আমরা এর জন্য ক্ষমা চেয়েছি। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখতে হবে।’ কিন্তু এই অজুহাতে বিস্মিত ভারতীয় হকি মহল। তবে ভারতের অধিনায়ক নরম মনোভাব দেখানোয় হয়তো বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও রেফারি পার পেয়ে যাবেন। সবিতা বলেন, ‘এই ভুল খেলারই অঙ্গ। কখনও সিদ্ধান্ত আমাদের বিপক্ষে যাবে। তবে তা না হওয়াই বাঞ্ছনীয়। এমন ঘটনা ঘটলে পরিস্থিতি কঠিন হয়ে যায়।’

7th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ