বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

সংবিধানের খসড়া নিয়ে সিওএ’র
সঙ্গে মতানৈক্য রাজ্য সংস্থাগুলির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভরা। বুধবারই রাজ্য সংস্থার সাত প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছিল সুপ্রিম কোর্ট নিয়োজিত তিন সদস্যের সিওএ কমিটি। প্রায় দু’ঘণ্টার বেশি চলা সভায় বেশ কয়েকটি বিষয় নিয়ে দেখা গিয়েছে মতানৈক্য। ফলে জটিলতা ক্রমশ বাড়ছে। জানা গিয়েছে, সিওএ সদস্যের প্রস্তাবিত ফেডারেশনের সংবিধানের চূড়ান্ত খসড়ায় উল্লেখিত অন্তত ছ’টি পয়েন্ট নিয়ে বিরোধিতা করেছে রাজ্য সংস্থার কর্তারা। যদিও বৈঠক শেষে সিওএ কমিটির চেয়ারম্যান এসওয়াই কুরেশি জানান, ‘রাজ্য সংস্থার সদস্যদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। বেশ কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। যাবতীয় পরামর্শ বিবেচনা করে সুপ্রিম কোর্টে চূড়ান্ত সংবিধানের খসড়া জমা দেওয়া হবে।’
রাজ্য সংস্থার কর্তাদের গলায় শোনা গেল ভিন্ন সুর। বৈঠকে হাজির এক কর্তা জানান, ‘আজ আমরা ভেবেছিলাম সংবিধান সংক্রান্ত যাবতীয় মতানৈক্য মিটিয়ে চূড়ান্ত খসড়া নিয়ে আলোচনা হবে। তবে তেমন কিছুই হয়নি। আমরা সিওএ সদস্যদের দিকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি। কিন্তু বৈঠক শেষে কোনওরকম আশার আলো দেখতে পেলাম না।’ এরপরই ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে সংশয়ের সুর শোনা গেল রাজ্য সংস্থার কর্তার গলায়। তাঁর সংযোজন, ‘বৈঠকে মতানৈক্য দেখা দিচ্ছে। ফলে ফিফার নির্ধারিত সময়ের মধ্যে ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন।’ উল্লেখ্য, কয়েকদিন আগেই ভারতে এসে সিওএ সদস্য ও রাজ্য সংস্থার স্টেকহোল্ডাদের সঙ্গে বৈঠক সারেন ফিফা এবং এএফসি সদস্যরা। তারপরই ১৫ সেপ্টেম্বরের মধ্যে ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করার নিদেশ দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তেমনটা না হলে কমপক্ষে দু’বছর নির্বাসিত হতে হবে ভারতকে। সেক্ষেত্রে অক্টোবরে হতে চলা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব থেকে বঞ্চিত হবে এআইএফএফ। যদিও সিওএ কর্তারা চূড়ান্ত সময়সীমার মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী। আপাতত তাদের লক্ষ্য, যাবতীয় মতানৈক্য দূরে সরিয়ে ৩১ জুলাইয়ের মধ্যে ফেডারেশনের পরিবর্তিত চূড়ান্ত খসড়া সুপ্রিম কোর্টে জমা দেওয়া।

7th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ