বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

রোনাল্ডোকে পেতে
আসরে বার্সেলোনা

মাদ্রিদ: লায়োনেল মেসির আতুঁরঘর ক্যাম্প ন্যু’য়ে কি এবার দাপট দেখাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে এই অসম্ভবকে বাস্তবে রূপ দিতে চাইছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তে। জানা গিয়েছে, মঙ্গলবারই পর্তুগিজ মহাতারকার এজেন্ট জর্জ মেন্ডিসের সঙ্গে বৈঠক সারেন তিনি। যেখানে সিআরসেভেনকে দলে পেতে আগ্রহ দেখান বার্সা সভাপতি। তা হলে দলবদলের বাজারে এটা হতে পারে সব থেকে বড় চমক। যদিও রোনাল্ডোকে পেতে প্রায় ৭০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে কাতালন ক্লাবটিকে। তবে বর্তমানে আর্থিক সমস্যার হয়ে দিয়ে চলেছে বার্সা। সেখানে আদৌ এতো বিপুল অর্থ তাঁর খবর করচে পারবে কিনা, তা নিয়ে রয়েছে সংশয়। যদিও রোনাল্ডো বার্সায় যোগ দিলে আবারও হারানো জৌল্লুস ফিরে পারে লা লিগা। তাই স্প্যানিশ লিগ আয়োজকরাও পর্তুগিজ মহাতারকাকে স্পেনে ফিরিয়ে আনতে চাইবে। 
২০১৮ সালে রিয়াল ছেড়ে জুভেন্তাসে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। আর দীর্ঘ ২১ বছর কাটানোর পর গত মরশুমেই বার্সেলোনাকে চোখের জলে বিদায় জানান লায়োনেল মেসি। গায়ে চাপান পিএসজি’র জার্সি। দুই মহাতারকার প্রস্থানে অনেকটাই ফিকে হয়ে পড়ে লা লিগা। আর্জেন্তাইন মহাতারকা দল ছাড়তেই এক ধাক্কায় অনেকটাই দুর্বল হয়ে পড়ে বার্সেলোনাও। বিদায় নেয় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে। প্রাথমিক ধাক্কা সামনে কোচ জাভির হাত ধরে ঘুরে দাঁড়ানোর লড়াই চালাচ্ছে ক্যাম্পি ন্যু’য়ের ক্লাবটি। তবে প্রাক্তন স্প্যানিশ মিডিও দলে এমন কাউকে আনতে চাইছেন, যাঁকে সামনে রেখে দল আবারও গরিমা ফিরিয়ে আনতে পারে। আর এমন পরিস্থিতিতে রোনাল্ডোর চেয়ে ভালো বিকল্প আর হতে পারে না। পর্তুগিজ মহাতারকাও ম্যান ইউ ছেড়ে নতুন কোনও দলের জার্সি গায়ে চাপাতে মরিয়া। উল্লেখ্য, রিয়াল মাদ্রিদে থাকাকালীন বার্সেলোনা সমর্থকদের চোখে সবসময় ‘ভিলেন’ হয়েই থেকে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এবার সেই ক্যাম্প ন্যু’য়েই শোনা যেতে পারে সিআরসেভের জয়ের ধ্বনি।

6th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ