বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

চ্যাম্পিয়ন্স লিগে মনীষা
 

নয়াদিল্লি: দেশের মহিলা ফুটবলার হিসেবে কীর্তি গড়লেন ভারতের মনীষা কল্যাণ। সাইপ্রাসের ক্লাব অ্যাপোলোন লেডিস এফসি’র হয়ে মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন গোকুলাম এফসি’র এই ফুটবলার। 
এর আগে বালা দেবী, বেমবেম দেবী বিদেশি ক্লাবের জার্সি পরেছেন। কিন্তু মনীষার মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ কেউ পাননি। পাঞ্জাবের হোসিয়ারপুর থেকে উঠে আসা ২০ বছরের মনীষা প্রথম নজর কাড়েন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস কাপে। সেবার অনূর্ধ্ব-১৭ জাতীয় দলকে নেতৃত্ব দেন তিনি। ২০২০ সালে ফেডারেশনের প্রতিভাবান প্লেয়ারের সম্মান পান। লেফট উইং হাফের পাশাপাশি ফরোয়ার্ডেও খেলতে দক্ষ মনীষা। ক্লাব ও দেশের হয়ে মোট ৫১টি ম্যাচে ৩০ গোল রয়েছে তাঁর নামের পাশে। আগামী ১৮ আগস্ট অ্যাপোলোন লেডিস ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বের প্রথম রাউন্ডে খেলবে। সেই ম্যাচে মনীষাদের প্রতিপক্ষ রিগা এফএস।

5th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ