বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

এজবাস্টনের সাতকাহন
বিরাট-বেয়ারস্টোর জমজমাট তরজা

বার্মিংহাম: শনিবার বিরাট  কোহলি স্লেজিং করেছিলেন জনি বেয়ারস্টোকে। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির নাম টেনে ব্যঙ্গ করেছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যানকে। যদিও দিনের শেষে তা ভুলে ড্রেসিং রুমে ফেরার সময় দু’জনকে হাসিঠাট্টাও করতে দেখা গিয়েছিল। কিন্তু রবিবার সেই বন্ধুত্ব ফের উধাও। এজবাস্টন উত্তপ্ত হল বিরাট কোহলি ও বেয়ারস্টোর দ্বিতীয় পর্বের কথা কাটাকাটিতে।
ইংল্যান্ড ইনিংসের ৩৩তম ওভারের ঘটনা। সেই সময় বল করছিলেন ভারত অধিনায়ক যশপ্রীত বুমরাহ। আর স্লিপে দাঁড়িয়ে স্লেজিং চালাচ্ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বেয়ারস্টো ও কোহলির মধ্যে বাদানুবাদের ছবি ধরা পড়ে ক্যামেরায়। দু’জনেই উত্তপ্ত বাক্য বিনিময় করছিলেন। কোহলিকে বলতে শোনা যায়, ‘শাট আপ! দাঁড়িয়ে ব্যাটটা করো।’ চুপ থাকেননি বেয়ারস্টোও। তিনি শুনিয়ে দেন, ‘বকবক করাটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে।’ তারপর কোহলির শরীরে হাতের আলতো চাপড়ে বিতর্ক থামানোর ইঙ্গিত দেন বেয়ারস্টো। কিন্তু স্লিপ কর্ডনে ফিরে যেতে যেতেও বিড়বিড় করতে থাকেন ভিকে। এই সময় দুই আম্পায়ার আলিম দার ও রিচার্ড কেটেলবরো পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন। তাঁদের মধস্থতায় শান্ত হন দুই ক্রিকেটার। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটাররা শনিবার অসন্তুষ্ট ছিলেন ইংল্যান্ড ব্যাটসম্যানদের সময় নষ্টের অছিলায়। শেষ লগ্নে বেয়ারস্টো যেভাবে মাঠে ফিজিও ডেকে এনেছিলেন, তাতেও বিরক্ত হন বিরাটরা। তারই বহিঃপ্রকাশ রবিবারের এই ঘটনা। যদিও সেই রেশ দীর্ঘস্থায়ী হয়নি।

4th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ