বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দল
যৌন হেনস্থার অভিযোগে
বহিষ্কৃত সহকারী কোচ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ফুটবলে বিতর্কের পর বিতর্ক। বুধবারই ফেডারেশন সচিব পদ থেকে সরে দাঁড়িয়েছেন কুশল দাস। মূলত তাঁর বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগের জেরে কিছুটা বাধ্য হয়েই ইস্তফা দেন তিনি। যদিও কারণ হিসেবে পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতাকে তুলে ধরেছেন। এবার মহিলা অনূর্ধ্ব-১৭ দলের সহকারী কোচের বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার গুরুতর অভিযোগ। ফলে, তৎক্ষণাৎ তাঁকে শিবির থেকে বহিষ্কৃত করা হয়।
চার মাস বাদেই দেশের মাটিতে বসছে মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আসর। তারই প্রস্তুতিতে বর্তমানে ইউরোপ সফরে রয়েছে ভারতীয় মহিলা যুব দল। ইতালি ও নরওয়ের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলছে টমাস ডেনারবাইয়ের মেয়েরা। তারই মাঝে ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, দলের এক নাবালিকা ফুটবলারের সঙ্গে অভব্যতা করেছেন সহকারী কোচ অ্যালেক্স অ্যামব্রোস। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। কিন্তু সংশ্লিষ্ট মহিলা ফুটবলারের মোবাইলে চ্যাট এবং ছবি অন্য কথা বলছে। তার জেরেই শিবির থেকে বহিষ্কৃত হলেন অ্যামব্রোস। দিন কয়েক আগে নাবালিকা ফুটবলারকে ঘরে দেখতে না পেয়ে সঙ্গে সঙ্গে সাপোর্ট স্টাফকে খবর দেয় তার রুমমেট। তৎক্ষণাৎ হেড কোচ টমাস ডেনারবাইকে ঘটনাটি জানানো হয়।  তারপরই অ্যামব্রোসকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, অতীতেও অনূর্ধ্ব-১৭ দলের মহিলা ফুটবলাররা তাঁর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এনেছিল। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এবার অবশ্য নড়েচড়ে বসেছে ফেডারেশন। ইতিমধ্যই অ্যামব্রোসকে দেশে ফিরতে বলা হয়েছে। পাশাপাশি তদন্তের সময় তাঁকে উপস্থিত থাকবে হবে। এই বিষয়ে ফেডারেশন উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ভাস্কর গাঙ্গুলি জানান, ‘গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আগামী মাসের ৪-৫ তারিখ আমি দিল্লি যাচ্ছি। তারপর ওই অভিযুক্ত কোচকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই পর্বে সে দলের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারবে না।’

1st     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ