বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

বিরাট ফিরতেই মুখ ভার গ্যালারির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিংহাসন হারিয়েও তিনিই আসল রাজা। ক্রিকেট জনতার হৃদয়ে আজও সমানভাবে বিরাজমান বিরাট কোহলি। বুধবার ইডেনের প্রেস বক্সে বসে তা ভালোই টের পাওয়া গেল।
মাচ শুরু হতে তখনও ঘণ্টা দেড়েক বাকি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  ইডেনে পা রাখতেই উৎসুক ক্রিকেট জনতা খুঁজতে শুরু করল নায়ককে। বেশ কিছুক্ষণ পর ড্রেসিং-রুম থেকে ব্যাগ বগলদাবা করে বেরিয়ে এলেন ‘ভিকে’, যাঁকে ঘিরে আবেগের এমন ঘনঘটা। আট থেকে আশি, সবাই যেন বিরাট জ্বরে কাবু। মনেই হচ্ছিল না, লখনউ সুপার জায়ান্টস শিবিরে লোকেশ রাহুল বলেও একজন ভারতীয় তারকা রয়েছেন। ক্লাব হাউসের বাঁদিকে অনুশীলনের সময় থ্রো-ডাউনে কোহলি একের পর এক দর্শনীয় শট হাঁকাচ্ছেন, তাল দিয়ে গর্জে উঠছে গ্যালারি। তখনও মেরেকেটে হাজার কুড়ি দর্শক ঢুকেছে মাঠে। কিন্তু বিরাটকে ঘিরে ক্রিকেট জনতার আকুলতা দেখেই বোঝা যাচ্ছিল, এটা ট্রেলর, পিকচার আভি বাকি হ্যায়। পুলিশের এক শীর্ষ কর্তা একটু ক্ষোভের সুরেই বললেন, ‘লোকগুলোর মাথা খারাপ নাকি। একজন ক্রিকেটারকে ঘিরে এত পাগলামি!’ সত্যিই তো পাগলামি। কোহলি যে বাইশগজে হ্যামলিনের বাঁশিওয়ালা। ব্যাটে যখন তিনি সুর তুলছিলেন, তখন উদ্বেলিত হয়ে উঠছিল জনতা। এ এক অমোঘ আসক্তি, যা সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয়। কে বলবে, এই ক্রিকেটারটি প্রায় তিন বছর শতরান পাননি। কে বলবে, এই ক্রিকেটারটি আইপিএলের সবচেয়ে ব্যর্থ অধিনায়ক। আবেগের ঢেউয়ের কাছে সবই তুচ্ছ, নগণ্য। তবুও কোহলি মকুটহীন সম্রাট।
৬৭ হাজারের ইডেনের সিংহভাগই বিরাট ভক্তদের দখলে। আরসিবি’র সমর্থকদের দাপাদাপি দেখে কখনও কখনও মনে হচ্ছিল, ডমিনিক লাপিয়েরের ‘সিটি অব জয়’ নয়, এ যেন বাগিচা শহর বেঙ্গালুরু। আরসিবি’র হোমগ্রাউন্ড। এই ইডেন মহম্মদ আজহারউদ্দিনের। এই ইডেন ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিং, রোহিত শর্মারও। তবে বুধবার আইপিএল প্লে-অফে লখনউ-বেঙ্গালুরুর লড়াইয়ে বিরাট-উন্মাদনা ভাগ বসাল তাঁদের খ্যাতিতে। অবশ্য এটাও অস্বীকার করার উপায় নেই যে, এই ইডেন কোহলিরও। এই মাঠেই তো শেষবারের মতো সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন তিনি। ২০১৯ সালের নভেম্বরে। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। কোহলির ক্রিকেট জীবনে বয়ে গিয়েছে অনেক ঝড়ঝাপ্টা। সব ভুলে নতুন ভোরের সূচনার অপেক্ষা করেছেন বিরাট ভক্তরা। 
ভ্যাপসা গরম থেকে বৈকালিক কালবৈশাখী যেমন মনোরম পরিবেশ উপহার দেয়, তেমনই ভক্তদের কাছে তাজা অক্সিজেন বয়ে আনলেন বিরাট। প্রতিটি শটে ধরা পড়ছিল আত্মবিশ্বাসের ছাপ। আভেশ খানের বলে ২৫ রানে আউট হতেই থমকে দাঁড়াল ইডেনের আবেগ-সমূদ্র।
বিরাটের ব্যাটে বড় রানের আফশোস থেকেই গেল। তবে আরসিবি’র জয়ের আনন্দে ম্যাচের শেষ দিকে এক দর্শক  জৈব বলয় ভেঙে মাঠে ঢুকে পড়ে। যদিও পুলিস তৎপরতায় তাঁকে দ্রুত বের করে দেওয়া হয়। 

26th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ