বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ছেলেদের কীর্তি ইতিহাসের
পাতায় স্থান পাবে: পেপ গুয়ার্দিওলা

ম্যাঞ্চেস্টার: রবিবার এক অবিশ্বাস্য রাতের সাক্ষী ছিল ফুটবল বিশ্ব। প্রিমিয়ার লিগের খেতাবের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়েছে লিভারপুল। তবে শেষ হাসি হেসেছে ম্যাঞ্চেস্টার সিটিই। অ্যাস্টন ভিলার বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে থেকেও রূপকথার প্রত্যাবর্তনের গল্প লিখেছে সিটিজেনরা। পাঁচ মরশুমের মধ্যে চারবার নীল ম্যাঞ্চেস্টারকে লিগ জিতিয়ে উচ্ছ্বসিত কোচ পেপ গুয়ার্দিওলা। খেলা শেষে তিনি বলেন, ‘আমরা কিংবদন্তি। ছেলেদের কীর্তি ইতিহাসের পাতায় স্থান পাবে।’
এতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শেষ বাঁশি বাজতেই আনন্দে কেঁদে ফেলেন পেপ। আসলে গোটা মরশুমে ম্যান সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে লিভারপুল। তাই তাদের পিছনে ফেলে খেতাব জয়ের আবেগে ভেসেছিলেন তিনি। বলেন, ‘ঘরের মাঠে জয়ের অনুভূতিটাই আলাদা। ২-২ করার পরেই মনে হয়েছিল আমরা জিতব। তবে লিভারপুলের স্পিরিটের প্রশংসা করতেই হবে। আমার কেরিয়ারে ওরাই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। পরের মরশুমে কী হবে জানি না। তবে এখন আমরা চ্যাম্পিয়ন। মুহূর্তটা উপভোগ করতে চাই।’ ট্রফি নিয়ে ড্রেসিং-রুমে ম্যান সিটির সেলিব্রেশন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 
ম্যান সিটির উত্সবের দিনে অ্যানফিল্ডে বিষাদের ছায়া। উলভসের বিরুদ্ধে পিছিয়ে পড়ে রূদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েও রানার্স হয়েই সন্তুষ্ট থাকল লিভারপুল। চলতি মরশুমে জুরগেন ক্লপের চতুর্মুকুট জেতার স্বপ্নও দুরমুশ হয়েছে। তবে ত্রিমুকুট জয়ের সম্ভাবনা এখনও রয়েছে ক্লপ-ব্রিগেডের।  আগামী শনিবার চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিততে বদ্ধপরিকর মহম্মদ সালাহরা। ম্যাচের পর ক্লপ বলেন, ‘ছেলেদের জন্য আমি গর্বিত। শেষ মুহূর্ত পর্যন্ত ওরা লড়াই চালিয়েছে। তবে শুরুর দিকে আমাদের আরও ধারাবাহিক হওয়ার প্রয়োজন ছিল। যাই হোক এখন চ্যাম্পিয়ন্স লিগ জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।’
এদিকে, রবিবার এক অপ্রত্যাশিত ঘটনারও সাক্ষী থাকল এতিহাদ। খেতাব জয়ের উল্লাসে মাঠে প্রায় কয়েক হাজার ম্যান সিটি সমর্থক ঢুকে পড়েন। তাঁদের মধ্যে কয়েকজন তেড়ে যান অ্যাস্টন ভিলা গোলরক্ষক ওলসেনের দিকে। মারেন ধাক্কাও। তাঁকে রক্ষা করতে কয়েকজন নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন। এই ঘটনার জন্য এক বিবৃতি জারি করে ক্ষমাও চেয়েছে ম্যান সিটি।

24th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ