বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

নাটকীয় জয়ে খেতাব সিটি’র
স্বপ্নভঙ্গ লিভারপুলের

ম্যান সিটি- ৩      :  অ্যাস্টন ভিলা- ২
লিভারপুল- ৩     :          উলভস- ১

লন্ডন: ঘরোয়া ফুটবলে ত্রিমুকুট জয়ের স্বপ্ন অধরা রইল লিভারপুলের। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ জিতেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল জুরগেন ক্লপ-ব্রিগেডকে। রবিবার ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পড়েও রূপকথার প্রত্যাবর্তন ম্যাঞ্চেস্টার সিটি’র। ম্যাচের ফল ৩-২। টানা দ্বিতীয়বার লিগ খেতাব ঘরে তুলে বাঁধন ছাড়া উল্লাসে মাতলেন কেভিন ডি ব্রুইন-ফিল ফোডেনরা। ম্যাচ শেষের বাঁশি বাজতেই পিলপিল করে মাঠে ঢুকে পড়েন সিটি’র সমর্থকরা। ওদিকে, অ্যানফিল্ডে তখন শুধুই হতাশা। ছেলেদের সান্ত্বনা দিতে গিয়ে ছলছলিয়ে উঠল লিভারপুল কোচ ক্লপের দু’চোখ। লিগ হারের ব্যর্থতা ভুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দলকে উদ্দীপ্ত করাই এখন তাঁর বড় চ্যালেঞ্জ। রবিবার ম্যান সিটির হয়ে জোড়া গোল করেন সুপার-সাব ইকের গুন্ডোগান। অপর গোলটি রড্রির। অন্যদিকে, লিভারপুলও শুরুতে পিছিয়ে পড়েছিল উলভসের বিরুদ্ধে। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতেও আশা পূরণ হয়নি দ্য রেডস ব্রিগেডের। তাদের হয়ে স্কোরশিটে নাম তোলেন সাদিও মানে, মহম্মদ সালাহ ও রবার্টসন। ৩৮ ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে শেষ হাসি হাসল ম্যান সিটি। আর লিভারপুলের সংগ্রহ ৯২ পয়েন্ট।
এত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচ শুরুর তিন মিনিটের মাথায় হঠাৎই উল্লাসে মাতেন সিটি অনুরাগীরা। কারণ, সেই সময় অ্যানফিল্ডে পিছিয়ে পড়েছিল নিকটতম প্রতিদ্বন্দ্বী লিভারপুল। অনেকেই মনে করেছিলেন, সহজেই খেতাবরক্ষা হবে পেপ-ব্রিগেডের। তবে কিছুক্ষণের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। ২৪ মিনিটে সাদিও মানের গোলে সমতা ফেরায় লিভারপুল। পক্ষান্তরে, ৩৭ মিনিটে অ্যাস্টন ভিলার ম্যাটি ক্যাশের লক্ষ্যভেদে পিছিয়ে পড়ে ম্যান সিটি। সাইড লাইনে তখন মাথায় হাত কোচ পেপের! এখানেই শেষ নয়। ৬৯ মিনিটে কুতিনহোর গোল এত্তিহাদে বয়ে আনে কার্যত শ্মশানের নিস্তব্ধতা। ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ম্যান সিটির অতিবড় সমর্থকও ভাবতে পারছিলেন না যে, এখান থেকে নাটকীয় প্রত্যাবর্তন ঘটাবে প্রিয় দল। বরং সেই সময় তাঁরা স্রেফ প্রার্থনা করছিলেন লিভারপুলের পয়েন্ট নষ্টের। তবে ৬ মিনিটের স্পেলে আবার জেগে ওঠে ভরা গ্যালারি। যথার্থই রূপকথার প্রত্যাবর্তনে নজির গড়ল ম্যান সিটি। ৭৬ মিনিটে স্টার্লিংয়ের ক্রস থেকে হেডে ব্যবধান কমান গুন্ডোগান (২-১)। মিনিট দু’য়েক বাদেই জিনচেঙ্কোর পাস থেকে দুরন্ত শটে সমতা ফেরান রড্রি (২-২)। আর ৮২ মিনিটে গুন্ডোগানের দ্বিতীয় গোল সিটির খেতাব জয় নিশ্চিত করে দেয়। এই কামব্যাকের সঙ্গে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন ২০১২ সালে সিটির খেতাব জয়ের। 
অন্য ম্যাচে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই দল সাজিয়ে ছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ রালফ রাংনিক। জয়ের দেখা পায়নি তারা। ক্রিস্টাল প্যালেসের কাছে ০-১ ব্যবধানে হেরে লিগ অভিযান শেষ করল লাল ম্যাঞ্চেস্টার। দিনের আর এক ম্যাচে ওয়াটফোর্ডকে ৩-১ গোলে হারিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থান ধরে রাখল চেলসি। পাশাপাশি নরউইচ সিটিকে পাঁচ গোলের মালা পরিয়ে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করেছে টটেনহ্যাম। আর এভার্টনের বিরুদ্ধে ৫-১ গোলে জিতেও পঞ্চম স্থানে থামতে হল আর্সেনালকে।

23rd     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ