বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

‘গড়াপেটার জন্য ব্ল্যাকমেল
করেছিল ভারতীয় ব্যবসায়ী’
 ব্রেন্ডন টেলরের অভিযোগ

হারারে: করোনার জেরে এমনিতেই শিরে সংক্রান্তি দশা। তার উপর গড়াপেটার নতুন বিতর্কে ঝড় উঠেছে বাইশগজে। জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন টেলর সামাজিক মাধ্যমে লিখেছেন, স্পট-ফিক্সিং করার জন্য তাঁকে ২০১৯ সালে ভারতের এক ব্যবসায়ী কীভাবে চাপ সৃষ্টি করেছিলেন। 
ঠিক কী ঘটেছিল টেলরের সঙ্গে? টুইটারে জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক লিখেছেন, ‘২০১৯ সালের অক্টোবরে ভারত থেকে একটা ফোন পাই। উল্টোদিকের ব্যক্তি দাবি করেন তিনি ব্যবসায়ী। জিম্বাবোয়েতে অনুষ্ঠেয় টি-২০ লিগে স্পনসর হতে আগ্রহী। এই ব্যাপারে কথা বলার জন্য ভারতে যাওয়ার প্রস্তাব পাই। প্রথম দিকে দ্বিধা-দ্বন্দ্বে ভুগছিলাম। কিন্তু বিপুল অর্থের হাতছানি ফিরিয়ে দেওয়ার সাহসও হচ্ছিল না। অনেক ভেবে চিন্তেই জিম্বাবোয়ের ক্রিকেটের স্বার্থে ভারতে যাই। কারণ, তখন দেশের ক্রিকেটাররা কোনও অর্থই পাচ্ছিল না। ভেবেছিলাম, এই স্পনসরশিপ কিছুটা সুরাহা করবে। ভারতে পৌঁছানোর পর একদিন সন্ধ্যায় ওই ব্যবসায়ী পার্টি দেয়। সেখানে আমাকে সরাসরি কোকেন সেবনের প্রস্তাব দেওয়া হয়। আমি শুরুতে না না করলেও, জনৈক ব্যবসায়ীর জেদের কাছে হার মানি। কোকেন সেবনের পর আমার কোনও হুঁশ ছিল না। পরে নিজের ভুল বুঝতে পারি। নিজেকে অপরাধী মনে হচ্ছিল। পরের দিন সকালে হোটেলের রুমে জোর করে ঢুকে পড়েন ওই ব্যবসায়ী ও তাঁর সাঙ্গপাঙ্গরা। আমাকে একটা ভিডিও ফুটেজ দেখিয়ে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেটে স্পট-ফিক্সিং করতে হবে। না হলে এই ভিডিও ফুটেজ প্রকাশ করে দেবে। এগুলো শোনার পর ভয় পেয়ে গিয়েছিলাম। আমার হাতে ১৫ হাজার ইউএস ডলার গুঁজে দেওয়া হয়। পরে আরও ২০ হাজার ইউএস ডলার দেওয়ার কথা বলেছিল বুকিরা। কিন্তু আমি স্পট-ফিক্সিং করিনি। শুরুতে ভয় পেয়েছিলাম। তাই আইসিসির দুর্নীতি দমন শাখাকে জানাতে দেরি হয়। তার জন্য শাস্তি আমি মাথা পেতে নিচ্ছি। তবে ওই ঘটনা আমাকে তিল তিল করে মেরে ফেলছিল। মনের মধ্যে এই জ্বালা দীর্ঘদিন বয়ে বেড়িয়েছি। পরিবার ও বন্ধুদের সঙ্গে আলোচনার পর সবকিছু প্রকাশ্যে আনলাম। এখন অনেকটাই হাল্কা লাগছে।’

25th     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ