বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

আইসিসি’র বর্ষসেরা স্মৃতি

দুবাই: আইসিসি’র বর্ষসেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের স্মৃতি মান্ধানা। ২০২১ সালে সব ফরম্যাটেই দাপট দেখিয়েছেন বাঁহাতি এই ওপেনার। তারই স্বীকৃতি হিসেবে র‌্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি পাচ্ছেন তিনি। পুরুষ বিভাগে বর্ষসেরা হয়েছেন পাকিস্তানের শাহিন আফ্রিদি।
ভারতের পুরুষ ক্রিকেটারদের হতাশার মঞ্চে স্মৃতি উজ্জ্বল ব্যতিক্রম। তাঁর সঙ্গে লড়াইয়ে ছিলেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট, দক্ষিণ আফ্রিকার লিজেলে লি এবং আয়ারল্যান্ডের গাবি সুইস। সবাইকে টেক্কা দিয়ে সেরা হন মান্ধানা। গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সাদা বলের ক্রিকেটে ভারতের দু’টি জয়ের ক্ষেত্রেই বড় অবদান ছিল তাঁর। এছাড়া ইংল্যান্ডে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৭৮ করেন তিনি। ওয়ান ডে সিরিজে ভারতের একমাত্র জয়ে তাঁর অবদান ছিল ৪৯। অস্ট্রেলিয়ায় দ্বিতীয় একদিনের ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ৮৬ রান। এরপর সফরের একমাত্র টেস্টে শতরান করেন স্মৃতি, যা তাঁর কেরিয়ারের প্রথম। শেষ টি-২০ ম্যাচে তিনি করেন হাফ-সেঞ্চুরি। এই ধারাবাহিকতার জন্যই বাকিদের পিছনে ফেললেন ২৫ বছর বয়সি ভারতীয় তারকা।এদিকে, পুরুষ বিভাগে আইসিসি’র সেরা ওডিআই ক্রিকেটার পাকিস্তানের বাবর আজম। টেস্টে সেরার সম্মান পেয়েছেন ইংল্যান্ডের জো রুট।

25th     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ