বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

এটাই শেষ মরশুম,
ঘোষণা সানিয়া মির্জার

মেলবোর্ন: ২০২৩ সালে আর কোর্টে দেখা যাবে না সানিয়া মির্জাকে। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে হারের পর ভারতের টেনিস রানি জানান, ‘২০২২ আমার কেরিয়ারের শেষ বছর। এই চরম সিদ্ধান্ত নিতে কিছুটা কষ্ট হয়েছে। তবু আমি নিরুপায়। এখন সপ্তাহ ধরে ধরে এগতে চাই। বছরটা শেষ করতে পারব কিনা, সেটাও জানি না। তবে মরিয়া প্রচেষ্টা থাকবে ভালোভাবে শেষ করার। এবছর যত বেশি সম্ভব প্রতিযোগিতায় অংশ নেব।’ 
ভারতের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতেন সানিয়া। ২০১৫ সালে ডাবলস র‌্যাঙ্কিংয়ে একনম্বরে উঠে এসেছিলেন হায়দরাবাদের এই খেলোয়াড়। ২০০৭ সালে সিঙ্গলস র‌্যাঙ্কিংয়ে তিনি ছিলেন ২৭ নম্বরে। একদা কব্জিতে চোট পাওয়ার পরই সিঙ্গলস ছেড়ে ডাবলসে মনোনিবেশ করেন সানিয়া। ৩৫ বছর বয়সি এই খেলোয়াড়ের ঝুলিতে রয়েছে মোট ৪৩টি খেতাব। যার মধ্যে ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে মোট ছ’টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব রয়েছে সানিয়ার ক্যাবিনেটে। ভারতের সর্বকালের সেরা মহিলা টেনিস প্লেয়ার আচমকা র‌্যাকেট তুলে সিদ্ধান্ত নিলেন কেন? এই প্রসঙ্গে সানিয়া বলেন, ‘শরীর আর সায় দিচ্ছে না। নিজেকে আগের মতো উদ্বুদ্ধও করতে পারছি না। উদ্যমে ঘাটতি পড়ছে। চোট সারিয়ে উঠতে সময় লাগছে। বুধবার মেলবোর্নে খেলার সময় হাঁটু আমাকে বেশ ভুগিয়েছে। তবে সেটাকে হারের অজুহাত বলতে চাই না। আসলে বুঝতে পারছি, বয়স হচ্ছে। তাছাড়া আমার তিন বছরের সন্তান রয়েছে। করোনার আবহে তাকে নিয়ে সার্কিটে সফর করা খুবই ঝুঁকিপূর্ণ। বলতে পারেন, কোভিড পরিস্থিতিই আমাকে কিছুটা দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। নিজের এবং পরিবারের স্বার্থের কথাও ভাবতে হচ্ছে।’
একাধিক স্মরণীয় জয় পাওয়া সানিয়া মির্জার সেরা ডাবলস পার্টনার কে? এই প্রসঙ্গে তারকা পাক ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী বলেন, ‘সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিসের কথা সবার আগে বলব। ওর সঙ্গে খেলে দারুণ আনন্দ পেয়েছি। মার্টিনার সঙ্গে আমার বোঝাপড়াও ছিল তুখোড়।’ সানিয়া আরও বলেন, ‘এখনও পর্যন্ত ভালো জায়গায় রয়েছি। এই মাসের গোড়ায় অ্যাডিলেড ইভেন্টে নাদিয়া কিচেনকের সঙ্গে জুটিতে ভালো পারফরম্যান্স করেছি। প্রথম দশ-কুড়ি নম্বরে থাকা প্লেয়ারকে হারিয়েওছি। অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে হারলেও আশা এখনও শেষ হয়নি। এখনও মিক্সড ডাবলস বাকি রয়েছে। দেখা যাক, কতদূর যেতে পারি। তবে এখনও পর্যন্ত ইউএস ওপেন পর্যন্ত খেলার লক্ষ্য সামনে রেখেই এগচ্ছি।’ এই মুহূর্তে সানিয়ার ডাবলস র‌্যাঙ্কিং ৬২। ক্রমতালিকায় প্রথম ৫০-এ থেকে কেরিয়ার শেষ করতে চাইছেন দেশের টেনিস সুন্দরী।
টেনিস সুন্দরীর র‌্যাকেট কথা

গ্র্যান্ড স্ল্যাম ডাবলস
অস্ট্রেলিয়ান ওপেন (২০১৬) চ্যাম্পিয়ন, ফরাসি ওপেন (২০১১) রানার্স, উইম্বলডন (২০১৫) চ্যাম্পিয়ন, ইউএস ওপেন (২০১৫) চ্যাম্পিয়ন

গ্র্যান্ড স্ল্যাম মিক্সড ডাবলস
অস্ট্রেলিয়ান ওপেন (২০০৯) চ্যাম্পিয়ন, ফরাসি ওপেন (২০১২) চ্যাম্পিয়ন, উইম্বলডন (২০১১, ২০১৩, ২০১৫) কোয়ার্টার ফাইনাল, ইউএস ওপেন (২০১৪) চ্যাম্পিয়ন

ওলিম্পিকস
ডাবলস (২০০৮) দ্বিতীয় রাউন্ড, মিক্সড ডাবলস (২০১৬) সেমি-ফাইনাল

এশিয়ান গেমস
২০০২ মিক্সড ডাবলস ব্রোঞ্জ, ২০০৬ মিক্সড ডাবলস সোনা, ২০০৬ সিঙ্গলস রুপো, ২০০৬ টিম ইভেন্ট রুপো, ২০১০ মিক্সড ডাবলস রুপো, ২০১০ সিঙ্গলস ব্রোঞ্জ, ২০১৪ মিক্সড ডাবলস সোনা, ২০১৪ ডাবলস ব্রোঞ্জ। 

কমনওয়েলথ গেমস
২০১০ সিঙ্গলস রুপো, ২০১০ ডাবলস ব্রোঞ্জ

অ্যাফ্রো-এশিয়ান গেমস
২০০৩ সিঙ্গলস সোনা, ২০০৩ ডাবলস সোনা, ২০০৩ মিক্সড ডাবলস সোনা, ২০০৩ টিম ইভেন্ট সোনা
 

20th     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ