নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রমশ আইএসএলে জাঁকিয়ে বসছে করোনা। সোমবারও স্থগিত রাখা হল জামশেদপুর ও হায়দরাবাদ এফসি’র মধ্যে ম্যাচটি। টানা তিনদিন একই ঘটনার সাক্ষী থাকল ভারতীয় ফুটবল। গত ন’দিনে চারটি ম্যাচ হল না কোভিডের আগ্রাসনে। জানা গিয়েছে, জামশেদপুরের চার ফুটবলার করোনা আক্রান্ত। তারা সোমবার প্রতিযোগিতার মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনা করে। তারপর আয়োজক কমিটি ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেয়। আইএসএলে খেলা ১১টি ফ্র্যাঞ্চাইজি দলের মধ্যে সাতটি টিমে করোনা ভাইরাস হানা দিয়েছে। আর এই খেলা স্থগিতের ঘোষণা নিয়ে প্রত্যেক দিন নাটক অব্যাহত। অর্থাৎ ম্যাচের তিন-চার ঘণ্টা আগে জানা যাচ্ছে, খেলাটি হবে না।
আই লিগেও করোনা ছোবল দিয়েছিল। কিন্তু এআইএফএফ পরিস্থিতি বুঝে দ্রুত প্রতিযোগিতা স্থগিত করে দেয়। তাহলে আইএসএলে এই ব্যাপারে ঢিলেমি কেন? এআইএফএফের সচিব কুশল দাসকে প্রশ্ন করা হয়, ফ্র্যাঞ্চাইজি লিগে দেশের সেরা ৫০ জন প্লেয়ার খেলছেন। তাঁদের সুরক্ষা নিয়ে আপনারা কী ভাবছেন? তিনি বলেন, ‘আইএসএলে জড়িয়ে রয়েছে ফ্র্যাঞ্চাইজি, চ্যানেল পার্টনার ও স্পনসর। টুর্নামেন্টের স্বাস্থ্য সুরক্ষা বিধি দেখা এবং ভবিষ্যৎ সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া তাদেরই কাজ।’
দেশের সেরা ফুটবল টুর্নামেন্ট আইএসএল। এই টুর্নামেন্ট থেকেই নির্ধারিত হয়, কোন দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে। দেশের সেরা টুর্নামেন্ট করোনার কারণে প্রবল অস্বস্তিতে। ফেডারেশন কেন এই প্রসঙ্গে নীরব দর্শকের ভূমিকায়, তাই নিয়ে প্রশ্ন উঠছে ফুটবল মহলে।