বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ

রিয়াধ: প্রত্যাশামতোই অ্যাথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপ ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। রবিবার সৌদি আরবের রিয়াধে আয়োজিত ম্যাচে বিজয়ী দলের হয়ে গোল পেয়েছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচ এবং ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এই জয়ের সুবাদে মোট ১২বার সুপার কাপের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। উল্লেখ্য, সবচেয়ে বেশিবার এই ট্রফি জিতেছে বার্সেলোনা (১৩)। পরিসংখ্যান বলছে, প্রথম ইতালিয়ান কোচ হিসেবে সুপার কাপ জিতলেন রিয়ালের কার্লো আনসেলোত্তি। রিয়ালে এটি তাঁর পঞ্চম খেতাব।
গোটা ম্যাচেই রিয়াল মাদ্রিদেরই আধিপত্য ছিল। ১৭ মিনিটেই ভিনিসিয়াস জুনিয়ার ও বেনজেমার যুগলবন্দিতে এগিয়ে যেতে পারত রিয়াল। তবে ফরাসি স্ট্রাইকারটির জোরালো শট ঠেকিয়ে দেন বিলবাও গোলরক্ষক। ৩৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আনসেলোত্তির দল। রডরিগোর বাড়ানো বল বক্সের সামনে পেয়ে দুরন্ত সোয়ার্ভিং শটে বাঁক খাওয়ানো শটে প্রতিপক্ষের জাল কাঁপান লুকা মডরিচ (১-০)। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। তাঁর শট প্রতিপক্ষ ডিফেন্ডার আলভারাসের হাতে লাগলে ভারের সাহায্য নিয়ে পেনাল্টির সঙ্কেত দেন রেফারি। স্পটকিক থেকে লক্ষ্যভেদে ভুল হয়নি বেনজেমার (২-০)। ম্যাচের শেষ ২০ মিনিট অবশ্য লড়াইয়ে ফেরার প্রবল চেষ্টা চালায় অ্যাথলেতিক বিলবাও। ৮৬ মিনিটে গার্সিয়ার গোলমুখী হেড হাত দিয়ে রুখে লাল কার্ড দেখেন রিয়ালের এডার মিলিটাও। তবে গার্সিয়ার পেনাল্টি শট রুখে দেন গোলরক্ষক কুর্তোয়া। ম্যাচের পর আনসেলোত্তি বলেন, ‘দীর্ঘদিন পর কোনও ট্রফি জিতলাম। তাই দারুণ অনুভূতি হচ্ছে। ছেলেরা দুর্দান্ত খেলেছে। ’

18th     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ