বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ট্রফির খরা কাটাতে
মরিয়া পিভি সিন্ধু

লখনউ: তিনি ওলিম্পিকসে দু’বারের পদকজয়ী শাটলার। ২০১৮ সালে কমনওয়েলথ ও ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছেন। তবে ২৬ বছর বয়সি পিভি সিন্ধুর ধারাবাহিকতা নিয়ে হামেশাই প্রশ্ন উঠে। টোকিও ওলিম্পকসে পদক ছাড়া গত দু’বছরে কোনও মেজর টুর্নামেন্ট জেতেননি তিনি। ক’দিন আগে আশা জাগিয়েও হতাশ করেছেন তিনি। অপ্রত্যাশিত হারে ইন্ডিয়া ওপেনের সেমি-ফাইনালেই দৌড় শেষ হয়েছে তাঁর। তার আগে বিএফডব্লু ওয়ার্ল্ড ট্যুর ও সুইস ওপেনের ফাইনালেও হেরেছেন সিন্ধু। তবে ব্যর্থতা ঝেড়ে ফেলে আসন্ন সৈয়দ মোদি ইন্টারন্যাশনালের খেতাব জিততে মরিয়া তিনি। মঙ্গলবার লখনউয়ে এই টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়ছে। ফেভারিট হিসেবে উঠে আসছে সিন্ধুর নামই। তবে তাঁকে বেগ দিতে পারেন কমনওয়েলথে রুপোজয়ী কানাডার মিশেল লি। এছাড়া সাইনা নেহওয়ালও রয়েছেন। শেষ ৩২’এর লড়াইয়ে তানিয়া হেমন্তের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবেন সিন্ধু। ছেলেদের সিঙ্গলসে বি সাই প্রণীত, পারুপল্লী কাশ্যপ, এইচএস প্রণয়ের দিকে চোখ থাকবে।

18th     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ