বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

কোহলিকে ইগো ত্যাগের
পরামর্শ কপিল দেবের

নয়াদিল্লি: বিরাট কোহলিকে ইগো ঝেড়ে ফেলে খেলতে হবে নতুন অধিনায়কের অধীনে। তা নাহলে তাঁর কাজটা কঠিন হয়ে উঠবে বলে মনে করছেন কপিল দেব। বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, ‘গাভাসকর পর্যন্ত আমার নেতৃত্বে খেলেছেন। আমি আবার শ্রীকান্ত ও আজহারউদ্দিনের অধিনায়কত্বে খেলেছি। আমার কোনও ইগো ছিল না। বিরাটকেও ঝেড়ে ফেলতে হবে ওর ইগো। তবেই একজন তরুণ ক্রিকেটারের নেতৃত্বে খেলতে পারবে। সেটা পারলেই সুবিধা হবে ওর। নতুন অধিনায়ককে গাইড করা উচিত বিরাটের। নতুন ক্রিকেটারদেরও দিশা দেখানো দরকার। আমরা কোনওভাবেই ব্যাটসম্যান বিরাটকে হারাতে চাই না।’
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ মনে করছেন, বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গে সংঘাতের জেরেই টেস্ট নেতৃত্ব ছেড়েছেন বিরাট। তিনি বলেছেন, ‘পুরো ঘটনায় আমি বেশ অবাক হয়েছি। বিরাটের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার মূল কারণ হল বোর্ডের সঙ্গে ওর সম্পর্কের অবনতি। ও যতই বলুক যে, এটা ওর নিজস্ব সিদ্ধান্ত কিংবা সৌরভ যে টুইটই করুক, আদতে এটা দুই মহারথীর যুদ্ধের পরিণতি।’ লতিফের মতে, ডিসেম্বরে ওয়ান ডে দলের নেতৃত্ব থেকে বিরাটকে ছেঁটে ফেলে তেমন ইঙ্গিতই দিয়েছিল বোর্ড। ব্যাখা করে তিনি বলেছেন, ‘কোনও কোনও মানুষ একটু বেশি আবেগপ্রবণ। তাঁরা জানেন, কোহলির মতো ব্যক্তিকে কখন ও কীভাবে প্ররোচিত করতে হয়। স্বেচ্ছায় টি-২০ ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার পরেও একদিনের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় কোহলিকে। এতে শুধু ওকে চাপে ফেলা হয়নি, ভারতীয় ক্রিকেটকেই চাপে ফেলা হল।’

18th     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ