বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

সিরিজের সঙ্গে মসনদ
পুনর্দখল ভারতের
দক্ষিণ আফ্রিকা সফরের
অক্সিজেন পেলেন বিরাটরা

মুম্বই: এক ঘণ্টাও লাগল না। ঘড়ির কাঁটা মেলালে পাক্কা ৪৩ মিনিট। তার মধ্যেই শেষ নিউজিল্যান্ডের যাবতীয় প্রতিরোধ। ওয়াংখেড়ের ঘূর্ণিপাকে সওয়া তিন দিনেই  আত্মসমর্পণ করল কিউয়িরা। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে টিম ইন্ডিয়ার জয় ৩৭২ রানের বিশাল ব্যবধানে। ব্ল্যাক ক্যাপস ব্রিগেডের বিরুদ্ধে তো বটেই, ঘরের মাঠেও রানের নিরিখে এটাই ভারতের বৃহত্তম জয়। সেই সঙ্গে  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধও নিল বিরাট কোহলির দল। মাস পাঁচেক আগে ইংল্যান্ডের মাটিতে ভারতকে হারিয়েই টেস্টের তাজ দখল করেছিলেন উইলিয়ামসনরা। এই সিরিজ ১-০ ফলে জিতে ফের আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এল ভারতীয় দল। শুধু তাই নয়, আইসিসি’র কোনও ইভেন্টে ২০০৩ সালের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার ম্যাচ জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া। কোচ রাহুল দ্রাবিড়ের আগমনেই উন্মোচিত হল প্রত্যাশার নয়া দিগন্ত।কানপুর টেস্টের শেষ দিনে নাছোড়বান্দা লড়াইয়ের নিদর্শন রেখে হার বাঁচিয়েছিল কিউয়িরা। কিন্তু মুম্বইয়ে তেমন কোনও রূপকথার পুনরাবৃত্তি ঘটল না। সোমবার সকালে অশ্বিন-জয়ন্ত যাদবদের দুরন্ত স্পিনের সামনে অসহায়ভাবে লুটিয়ে পড়ল টম লাথামের দল। মাত্র ২৭ রানে শেষ পাঁচ উইকেট হারাল নিউজিল্যান্ড। ৫৪০-এর লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৭ রানে দাঁড়ি পড়ল তাদের ইনিংসে। দিনের প্রথম চার উইকেট তুলে নেন জয়ন্ত যাদব। অপর শিকারটি অশ্বিনের। দু’দেশের মধ্যে টেস্ট সিরিজের নিরিখে রিচার্ড হ্যাডলিকে টপকে সবচেয়ে বেশি উইকেট এখন তাঁর নামের পাশে। একই সঙ্গে, ঘরের মাঠে ৩০০ টেস্ট উইকেটও হয়ে গেল ‘অ্যাশ’-এর। সিরিজের সেরাও হলেন তিনি। আর ইনিংসে দশ উইকেট নেওয়ার ইতিহাস রচনাকারী আজাজ প্যাটেলকে টপকে ম্যাচের সেরা মায়াঙ্ক আগরওয়াল।
সামনেই দক্ষিণ আফ্রিকা সফর। তার আগে মায়াঙ্ক, শ্রেয়স, শুভমানের ব্যাটিং ভরসা জোগাচ্ছে দলকে। দুরন্ত কিপিংয়ের পাশাপাশি ব্যাটেও নির্ভরতা জুগিয়েছেন ঋদ্ধিমান। অশ্বিন, অক্ষর প্যাটেলরা বলের পাশাপাশি ব্যাটেও রেখেছেন অবদান। সিরাজ প্রথম এগারোয় থাকার দাবি জোরাল করেছেন। তবে পাশাপাশি থাকছে উদ্বেগও। পূজারা, রাহানে ও কোহলি ফর্মে নেই। রোহিত, রাহুল, হনুমা, পন্থরা স্কোয়াডে ফিরলে তাই কঠিন হতে চলেছে ব্যাটিং অর্ডার নির্ধারণ।

স্কোরবোর্ড: ভারত প্রথম ইনিংস ৩২৫। নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৬২। ভারত দ্বিতীয় ইনিংস ২৭৬/৭ (ডিক্লেয়ার)।
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস (১৪০/৫-এর পর)- নিকোলস স্টাম্পড ঋদ্ধিমান বো অশ্বিন ৪৪, রাচীন ক পূজারা বো জয়ন্ত ১৮, জেমিসন এলবিডব্লু বো জয়ন্ত ০, সাউদি বো জয়ন্ত ০, সোমেরভিলে ক মায়াঙ্ক বো জয়ন্ত ১, আজাজ অপরাজিত ০, অতিরিক্ত ১২, মোট (৫৬.৩ ওভারে) ১৬৭। উইকেট পতন: ৬-১৬২, ৭-১৬৫, ৮-১৬৫, ৯-১৬৭, ১০-১৬৭। বোলিং: সিরাজ ৫-২-১৩-০, অশ্বিন ২২.৩-৯-৩৪-৪, অক্ষর ১০-২-৪২-১, জয়ন্ত ১৪-৪-৪৯-৪, উমেশ ৫-১-১৯-০।  ভারত জয়ী ৩৭২ রানে।  ম্যাচের সেরা- মায়াঙ্ক। 

7th     December,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ