বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি জানতে চাইছেন বিরাটরা

মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পরই দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট দলের। রামধনুর দেশে প্রথম টেস্ট শুরু ১৭ ডিসেম্বর। কিন্তু, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট যেভাবে আতঙ্ক ছড়িয়েছে তাতে সফর ঘিরে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। এই আবহে পরিস্থিতি সম্পর্কে বিশদে জানতে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের উদ্যোগী হওয়ার কথা জানিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। বৃহস্পতিবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি বলেছেন, ‘যতটা সম্ভব স্বচ্ছতা থাকা দরকার এই ব্যাপারে। দলের সিনিয়রদের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে। রাহুল ভাইও উদ্যোগী হয়েছে। টেস্ট থেকে আমাদের ফোকাস যাতে না সরে যায়, তা নিয়ে সতর্ক থাকছি। দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বোর্ডের সঙ্গে কথা বলছি। আশা করছি, খুব দ্রুত জানতে পারব সবকিছু।’ শনিবারের মধ্যে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন কোহলি। এদিকে, সফর এক সপ্তাহ পিছিয়ে যাবে বলেও শোনা যাচ্ছে ক্রিকেটমহলে। এই প্রসঙ্গে কোহলি বলেন, ‘আমরা মোটেই স্বাভাবিক অবস্থায় খেলছি না। অনেক পরিকল্পনা ও প্রস্তুতির দরকার পড়ছে সব ব্যাপারে। দেখা যাক কী হয়!’ দক্ষিণ আফ্রিকা সরকার অবশ্য সুরক্ষিত বলয়ের নিশ্চয়তা দিয়েছে ভারতকে।

3rd     December,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ