বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

স্যুইংয়ের আশায় সাউদি

মুম্বই: ওয়াংখে‌ড়েতে নতুন চ্যালেঞ্জের দিকে তাকিয়ে টিম সাউদি। নিউজিল্যান্ডের তারকা পেসার কানপুরে ভারতীয় ব্যাটসম্যানদের চাপে ফেলেছিলেন স্যুইং অস্ত্রে। মুম্বইয়ে আরও ধারালো পারফরম্যান্স মেলে ধরতে চান তিনি। সাউদির মতে, ‘বৃষ্টির জন্য পিচ যেহেতু ঢাকা রয়েছে, তাই স্যুইং করাতে সুবিধা হবে। অন্যরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে ভারতের ব্যাটসম্যানরা।’ এই কন্ডিশনে কি বাঁহাতি পেসার নীল ওয়াগনরকে দেখা যাবে প্রথম এগারোয়? সাউদির উত্তর, ‘ম্যাচ শুরুর আগে এটা নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে হবে অধিনায়ক উইলিয়ামসন ও কোচ গ্যারি স্টিডকে। বৃষ্টি ও আবহাওয়ার কথা মাথায় রেখে প্রথম এগারো বেছে নেবে ওরা।’
বোলিং ধারালো হলেও কানপুরে ভরসা দিতে পারেনি কিউয়ি মিডল অর্ডার। তা নিয়ে অবশ্য চিন্তিত নন সাউদি। তিনি বলেছেন, ‘উপমহাদেশের বাইশ গজে রান করা সহজ নয়। এখানে রস টেলর আগে খেলেছে। তবে অনেকেরই সেই অভিজ্ঞতা নেই। তবে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সবাই প্রস্তুত। ভারতের দুর্দান্ত স্পিন আক্রমণের বিরুদ্ধে কানপুরে টেলএন্ডাররাও লড়াকু মানসিকতার পরিচয় রেখেছে। দ্বিতীয় টেস্টেও সেরাটা মেলে ধরতে হবে।’ উল্লেখ্য, গ্রিন পার্কে প্রথম টেস্টে শেষ উইকেটে ৫২ বল খেলেছিলেন রাচিন রবীন্দ্র ও আজাজ প্যাটেল। এই লড়াকু মানসিকতাই দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাস বাড়াচ্ছে কিউয়িদের।

3rd     December,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ