বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

এমন দল গড়ার চেয়ে
না খেলাই ভালো

তরুণ দে : মঙ্গলবার ওড়িশা এফসি’র বিরুদ্ধে ম্যাচ চলাকালীন একটা সময় টিভির সুইচ বন্ধ করে দিতে ইচ্ছে করছিল। এটা কোন ইস্ট বেঙ্গল! লাল-হলুদ জার্সি গায়ে এরা কারা খেলছে? ডার্বিতে এটিকে মোহন বাগানের কাছে আত্মসমর্পণের পরেও আশায় ছিলাম, দল হয়তো ঘুরে দাঁড়াবে। একটা খারাপ দিন যেতেই পারে। কিন্তু ওড়িশার বিরুদ্ধে যে ফুটবল খেলল রাজু গায়কোয়াড়-ফ্রানজো পর্চেরা, তাতে সত্যিই চিন্তায় রয়েছি। জানি না আর কতটা লজ্জা অপেক্ষা করছে। একজন লাল-হলুদ প্রাক্তনী হিসেবে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে। দল আগেও হেরেছে। তবে এভাবে কখনও আত্মসমর্পণ করতে দেখিনি। এমন জঘন্য ফুটবল খেলার চেয়ে টুর্নামেন্টে দল না নামালেই ভালো হতো। অন্তত, সমর্থকদের এভাবে লজ্জার মুখে পড়তে হতো না।এই দলে রক্ষণ বলতে কিছুই নেই। দু’ম্যাচে নয় গোল হজম। কারা এই ফুটবলারদের সই করিয়েছেন, তা আমার অজানা। রাজু গায়কোয়াড় এখনও আইএসএলে খেলে চলেছে। ভাবলেই শিহরিত হচ্ছি! শুধুমাত্র লম্বা থ্রো করতে পারে বলে কোনও ফুটবলারকে বয়ে বেড়ানোর অর্থ নেই। ফিটনেস সমস্যা স্পষ্ট। প্রতিপক্ষ ফুটবলারের জার্সি টেনেও আটকাতে ব্যর্থ। টুর্নামেন্টে বাকি দলগুলির থেকে এসসি ইস্ট বেঙ্গলের ফুটবলারদের মান খারাপ। ভারতীয় স্কোয়াডের কথা তো ছেড়েই দিলাম। বিদেশি চয়নের ক্ষেত্রেও ডাহা ফেল টিম ম্যানেজমেন্ট। ডিফেন্সে যে দু’জন খেলছে, তারা ঠিক মতো পজিশনই নিতে জানে না। সবসময় বলের দিকে নজর রেখে চলেছে। অথচ প্রতিপক্ষ স্ট্রাইকার কোথায় দাঁড়িয়ে, তা নিয়ে কোনও ধারণা নেই। যার ফলে খুব সহজেই জাল কাঁপাচ্ছে বিপক্ষ দলের খেলোয়াড়রা। তবে শুধু ডিফেন্স নয়, সব বিভাগেই এ’বছর ইস্ট বেঙ্গলের দুর্বলতা স্পষ্ট। বলতে দ্বিধা নেই, গতবারের চেয়েও এ’বছর দলটা বাজে হয়েছে। এর পরিণাম কী হতে পারে, তা প্রথম দু’টি ম্যাচেই দেখা গিয়েছে। গত কয়েকদিন খবরের কাগজে একজন ফুটবলারকে নিয়ে বেশ কিছু লেখা পড়ছিলাম। ড্যানিয়েল চিমা। অনেকেই ওর সঙ্গে চিমা ওকেরির তুলনা টানছিল। ব্যাপারটা সত্যি হাস্যকর। এই চিমা ঠিকভাবে বল রিসিভই করতে পারে না। দলের আক্রমণের সময় নিজের গোলপোস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে!এই দল নিয়ে ভালো কিছু আশা করাই বৃথা। তবে যেহেতু ইস্ট বেঙ্গল নামটা জড়িয়ে, তাই একটা প্রত্যাশা তো থাকছেই। এই দল ঘুরে দাঁড়ালে সব থেকে বেশি খুশি হব। এখান থেকে পরিস্থিতি বদলাতে পারে পরপর দু’টি জয়।

2nd     December,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ