বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ
'হলেন রালফ রাংনিক

ম্যাঞ্চেস্টার: জল্পনার অবসান! মরশুমের বাকি সময়ের জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হলেন রালফ রাংনিক। ৬৩ বছর বয়সি এই জার্মান কোচ আধুনিক ফুটবল কোচিংয়ের ‘প্রফেসর’ নামে খ্যাত। জুরগেন ক্লপ, টমাস টুচেল ও জুলিয়ান নাগেলসম্যানরা যে ‘গেগেনপ্রেসিং’ কৌশলের জন্য বিখ্যাত, তাঁর স্রষ্টা রাংনিক। তাই তাঁর আগমনে ওল্ড ট্রাফোর্ডে খুশির হাওয়া। তবে ম্যান ইউয়ের সঙ্গে তাঁর চুক্তি অন্তর্বর্তীকালীন। লাল ম্যাঞ্চেস্টারের তরফে সোমবার জানানো হয়েছে, ২০২২-২৩ ও ২০২৩-২৪ মরশুমে ক্লাবের পরামর্শদাতা হিসেবে কাজ করবেন রাংনিক। টানা ব্যর্থতার জেরে গত ২১ নভেম্বর ওলে গানার সোলকজারকে বরখাস্ত করে ম্যান ইউ। তারপর অন্তর্বর্তীকালীন কোচের জন্য লোকোমোটিভ মস্কোর ‘স্পোর্টস অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর প্রধান রাংনিকের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে চুক্তির একাধিক শর্ত নিয়ে সমঝোতায় আসতে কয়েকদিন সময় লাগে। এই পর্বে রোনাল্ডোদের সামলাচ্ছিলেন ঘরের ছেলে মাইকেল ক্যারিক। উল্লেখ্য, ২৫ বছর বয়সেই কোচিংয়ে আসেন রাংনিক। স্টুটগার্ট, হফেনহেম, শালকে, লিপজিগের মতো ক্লাবে প্রশিক্ষকের পদে তাঁকে দেখা গিয়েছে। ২০১১ সালে শালকেকে জার্মান কাপ জিতিয়েছিলেন তিনি। তবে লিপজিগের উত্থানের নেপথ্যে রাংনিকের অবদান অনস্বীকার্য। তাঁর প্রশিক্ষণে জার্মান ক্লাবটি চতুর্থ ডিভিশন থেকে বুন্দেশলিগায় খেলে। এদিকে, রবিবার প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে থাকা শক্তিশালী চেলসিকে রুখে দিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের ফল ১-১। টুচেল-ব্রিগেডের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বেঞ্চে রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন ক্যারিক। ৫০ মিনিটে জ্যাডন স্যাঞ্চোর গোলে লিড নেয় ম্যান ইউ (১-০)। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে চেলসিকে সমতায় ফেরান জর্জিনহো (১-১)। পয়েন্ট খুইয়েও টেবিলের শীর্ষে রয়েছে টুচেলের দল। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ৩০ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে ম্যান ইউ। 

30th     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ