বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ওড়িশা ম্যাচে নেই অরিন্দম

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডার্বিতে তিন গোলে হারের ধাক্কায় হতাশার সাগরে ডুব দিয়েছে এসসি ইস্ট বেঙ্গল। মঙ্গলবার সামনে ওড়িশা এফসি। গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য হাঁটুতে চোট পেয়েছেন। রবিবার এমআরআই স্ক্যান করা হয়েছে। যা পরিস্থিতি, তাতে এই বাঙালি গোলরক্ষক ওড়িশা ম্যাচে নেই। কবে তিনি মাঠে ফিরতে পারবেন কেউ জানে না। সেদিক থেকে দ্বিতীয় গোলরক্ষক শুভম সেনের কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে। ডার্বিতে অরিন্দমের বদলে শুভম নামার পর এসসি ইস্ট বেঙ্গল আর গোল হজম করেনি। তাঁর ফিটনেসও ভালো জায়গায় রয়েছে। আসলে প্রি-সিজনে সোদপুর অ্যাথলেটিকস কোচিং সেন্টারে ট্রেনিং করার সুফল পাচ্ছেন শুভম। রবিবার ফুটবলারদের হালকা প্র্যাকটিস করিয়েছেন কোচ ম্যানুয়েল ডিয়াজ। সোমবার অনুশীলনে ফুটবলারদের সামনে ডার্বির ভুলত্রুটি বিশ্লেষণ করবেন স্প্যানিশ কোচ।
রক্ষণ নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক। প্রথম দু’টি ম্যাচেই দুই বিদেশি স্টপার গোলের সময় নিজেদের জায়গায় ছিলেন না। মার্সেলা ও পর্চের মধ্যে কোনও বোঝাপড়াই নেই। সবচেয়ে বড় কথা, জামশেদপুর এফসি’র বিরুদ্ধে লেফট ব্যাক হীরা মণ্ডল নজর কেড়েছিলেন। তাঁকে ডার্বিতে ডিয়াজ কেন খেলালেন না, সেটাই লাল-হলুদ সমর্থকরদের বোধগম্য হচ্ছে না! এতে একজন বাঙালি ফুটবলারের আত্মবিশ্বাস ভাঙতে বাধ্য। দুর্বল রক্ষণ সত্ত্বেও তিন ডিফেন্ডার নিয়ে ডার্বি খেলার দুঃসাহস কেন দেখালেন ম্যানুয়েল, সেটাই লাল-হলুদ শিবিরে বড় প্রশ্ন। 

29th     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ