বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

মেসির ছোঁয়ার ছন্দে পিএসজি

সেন্ট-এতিয়েন- ১            :              পিএসজি- ৩

প্যারিস: ২০২১ ব্যালন ডি’ওর খেতাব জয়ের দৌড়ে এগিয়ে তিনি। সোমবারই সম্ভবত তাঁর মুকুটে সপ্তমবারের জন্য জুড়তে চলেছে বর্ষসেরার পালক। তার আগে চেনা ছন্দেই পাওয়া গেল লায়োনেল মেসিকে। রবিবার লিগ ওয়ান ম্যাচে স্কোরশিটে নাম না তুললেও দলের তিনটি গোলের ক্ষেত্রেই রয়েছে আর্জেন্তাইন মহাতারকার অবদান। মেসির দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে সেন্ট-এতিয়েনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতল পিএসজি। জোড়া গোল মার্কুইনহোসের। পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। রবিবারই প্রথমবারের জন্য পিএসজি’র জার্সিতে মাঠে নেমেছিলেন সের্গিও র‌্যামোস। তবে অভিষেকে দাগ কাটতে ব্যর্থ তিনি। ২৩ মিনিটে ড্যানিশ বুয়াগার গোলে লিড নেয় এতিয়েন (১-০)। লিগ টেবিলে সবার শেষে থাকা দলের বিরুদ্ধেও গোল হজম করে চাপে পড়েছিল পিএসজি। এরপর মরিয়া প্রয়াস চালিয়েও খুব একটা সুবিধা করতে পারছিল না মেসির দল। তবে প্রথমার্ধের শেষলগ্নে সেন্ট-এতিয়েনের তিমোথি লাল কার্ড দেখে মাঠ ছাড়তেই ম্যাচে ফেরার সুযোগ পেয়ে যায় পোচেত্তিনো-ব্রিগেড। আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধের সংযোজিত সময়ে সমতা ফেরায় পিএসজি। মেসির ক্রস থেকে হেডে গোল করেন মার্কুইনহোস (১-১)। দ্বিতীয়ার্ধেও পিএসজিকে বেগ দেয় ১০ জনের এতিয়েন। একটা সময় মনে হয়েছিল, আরও একবার এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হবে প্যারিসের ক্লাবটিকে। তবে ফের মেসি ম্যাজিকে আসে গোল। তাঁর ডিফেন্স চেরা পাস থেকে লক্ষ্যভেদ অ্যাঞ্জেল ডি মারিয়ার (২-১)। আর ম্যাচের সংযোজিত সময়ে মেসির ফ্রি-কিক থেকেই হেডে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন মার্কুইনহোস (৩-১)। দলের জয়ের দিনে নেইমারের চোট পেয়ে মাঠ ছাড়াটা চিন্তায় রাখল কোচ পোচেত্তিনোকে। চোখের জলে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফুটবলারটি।

29th     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ