বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

স্বপ্নপূরণে উচ্ছ্বসিত লিস্টন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার ডার্বি জেতার পর অনেক রাতে হোটেলে ফেরেন এটিকে মোহন বাগান ফুটবলাররা। তারপর মুঠোফোন খুলতেই অভিনন্দনে ভেসে যান প্রীতমরা। পাঞ্জাবের বাড়ি থেকে মনবীর সিংকে অভিনন্দন জানান তাঁর বাবা। ডার্বি জেতার আবেগে ভাসতে নারাজ সবুজ-মেরুন শিবির। রবিবার সকালে রিকভারি সেশন ছিল রয় কৃষ্ণাদের। জিমের পাশাপাশি হুগো বোমাসরা কাটান সুইমিং পুলেও। কোচ হাবাস ফুটবলারদের বিকেলে বিশ্রাম দিয়েছিলেন। বিদেশি কোচ নিজের ঘরে মুম্বই সিটি এফসির প্রথম দু’টি ম্যাচের ভিডিও ফুটেজ খতিয়ে দেখেছেন। বুধবার মুম্বইয়ের বিরুদ্ধে এটিকে মোহন বাগানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। গত মরশুমে এই ফ্র্যাঞ্চাইজি দলকে হারাতে পারেনি সবুজ-মেরুন। গ্রুপ লিগে দু’টি ম্যাচে হারের পর  ফাইনালেও হেরে যায় এটিকে মোহন বাগান। 
এদিকে, আইএসএলে টানা দু’টি ম্যাচে গোল করে দারুণ উদ্দীপ্ত লিস্টন কোলাসো। গোয়ার তরুণ খেলোয়াড় বলেছেন,‘ছোটবেলা থেকেই এই ম্যাচটি খেলার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্নপূরণ করতেই মোহন বাগানের প্রস্তাব লুফে নিয়েছিলাম। গোয়ার অনেক বন্ধুই হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছে, দু’টি গোলের মধ্যে কোনটি সেরা? আমার কাছে দু’টি গোলই সেরা। কারণ প্রথম ম্যাচে গোল পাওয়ায় আত্মবিশ্বাস বেড়েছিল। ডার্বিতে গোল করে ছোটবেলার স্বপ্নপূরণ হয়েছে। গোলটি উৎসর্গ করেছি সমর্থকদের। একটি সহজ সুযোগও নষ্ট করেছি। তার ফুটেজ খতিয়ে দেখে শিক্ষা নিতে চাই।’
ডার্বির অপর গোলদাতা মনবীর সিং জানিয়েছেন, ‘আইএসএলে পরপর দু’টি ডার্বিতে গোল পেলাম। তবে গোলের পর কলকাতার সমর্থকদের উন্মাদনা মিস করছি। গতবারের মতো এবারও আমাদের শুরুটা ভালো হয়েছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। তিন পয়েন্ট প্রাপ্তি বড় ব্যাপার। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার, মুম্বই সিটি এফসির মতো কঠিন দলের বিরুদ্ধে খেলতে নামার আগে ডার্বিতে ক্লিনশিট রাখা।’ 
উল্লেখ্য, গত মরশুমে আইএসএল ফাইনালসহ ছ’টি ম্যাচে গোল খেয়েছিল সবুজ-মেরুন জার্সিধারীরা। এবারের কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধেও গোল হজম করে হাবাসের রক্ষণ। স্প্যানিশ কোচ মনে করছেন, ডার্বিতে ক্লিনশিট রাখায় মুম্বই ম্যাচের আগে তাঁর খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়বে।

29th     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ