বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

স্বপ্নের ঘোরে অক্ষর

নিজস্ব প্রতিনিধি, কানপুর: খেলা শেষের পর ড্রেসিংরুম থেকে বেরিয়ে এলেন রাহুল দ্রাবিড়। প্রথমে হাঁটা। তারপর জগিংয়ের দুলকি চালে চক্কর দিতে থাকলেন মাঠ। উদ্বেগ অদৃশ্য, ফুরফুরেই দেখাল টিম ইন্ডিয়ার প্রধান কোচকে। জয়ের মৃদু গন্ধ যে ভেসে আসছে! হাওয়া বদলে বড় অবদান রেখেছেন অক্ষর প্যাটেল। বাঁ-হাতি এই তরুণ স্পিনারের দাপটেই লড়াইয়ে ফিরেছে ভারত। দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এলেন পাঁচ উইকেট নেওয়া স্মারক বল হাতে নিয়েই। অক্ষর বললেন, ‘টেস্ট কেরিয়ারে মোট সাত ইনিংসে পাঁচবার পেলাম পাঁচ উইকেট। স্বপ্নের মতো লাগছে। কিছুতেই কাটতে চাইছে না ঘোর।’
অশ্বিন, জাদেজার মতো সিনিয়রকে ছাপিয়ে দিনের নায়ক অক্ষর। উদীয়মান তারকার সাফল্যের রসায়ন বর্ণনা করতে গিয়ে ভিভিএস লক্ষ্মণ বলছিলেন, ‘টেস্ট ম্যাচে লেংথ খুব গুরুত্বপূর্ণ। অক্ষর প্রচণ্ড স্মার্ট বোলার। সেটা ভালোই জানে। এমন লেংথে বল রাখে যাতে প্রতিটি ডেলিভারি খেলতে বাধ্য হয় ব্যাটসম্যান। তাছাড়া লম্বা হওয়ার ফায়দাও পেয়ে থাকে সে। বেশ জোরের সঙ্গে স্পিন করে।’
ক্রিজের ব্যবহারের কথা শোনা গেল স্বয়ং অক্ষরের মুখেও। তিনি বললেন, ‘আমার রাউন্ড-আর্ম অ্যাকশনের সুবিধা পাচ্ছি এই পিচে। ক্রিজের ব্যবহার করেছি। কখনও স্টাম্পের পাশ থেকে বল ছেড়েছি, কখনও দূরে গিয়েছি। আর সেটাই সমস্যায় ফেলেছে ওদের। এই পিচে প্রতি বলে উইকেট নেওয়ার আশা করা যায় না। লাইন ও লেংথে ধারাবাহিক থাকাই সাফল্যের মূল রেসিপি।’ খুশির সঙ্গেও কোথাও যেন পুরনো অভিমানও ঝরে পড়ল অক্ষরের কণ্ঠে। বললেন, ‘আমি শুধুই ওয়ান ডে এবং টি-২০ ফরম্যাটের বোলার, এমন তকমা কে লাগিয়ে দিয়েছিল জানি না। তবে আমি নিজের দক্ষতার উপর আস্থা হারাইনি। সুযোগের সদ্ব্যবহার করাই আমার মন্ত্র। বিশ্বাস করি, সব ফরম্যাটেই সাফল্য পাব।’

28th     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ