বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

কপিলের চোখে হার্দিক
এখন অলরাউন্ডার নন

সুকান্ত বেরা, কলকাতা: শীতের সকালে শহরে বসে একটু উষ্ণতা ছড়ালেন কপিল দেব। রাখঢাক না করে ’৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক জানিয়ে দিলেন, হার্দিক পান্ডিয়াকে এখন আর অলরাউন্ডার বলতে রাজি নন তিনি। তাঁর যুক্তি, ‘হার্দিক যদি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং করত, তাহলে অলরাউন্ডার বলতাম। ও তো বলই করছে না। তাহলে কীভাবে অলরাউন্ডার বলি? চোট সারিয়ে আগে ফিরে আসুক, তারপর না হয় ওকে নিয়ে কথা বলা যাবে।’ একইসঙ্গে দেশের সেরা অলরাউন্ডার হিসেবে তিনি বেছে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনকে। তাঁর তালিকায় জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজাও। তবে জাড্ডুর বোলিংয়ে যে খামতি ফুটে উঠছে, তা উল্লেখ করতে ভোলেননি কপিল। তাঁর কথায়, ‘এখন ক্রিকেট দেখি আনন্দ পাওয়ার জন্য। খুব গভীরে ঢোকার চেষ্টা করি না। তাই সব উত্তর আমার থেকে পাবেন না। বিগত কয়েক বছরে অশ্বিনের অলরাউন্ড পারফরম্যান্স মুগ্ধ করেছে। ওর প্রশংসা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়। জাদেজাও অসাধারণ ক্রিকেটার। তবে দুভার্গ্যের যে, জাড্ডু ব্যাটিংয়ে বেশি জোর দিচ্ছে। তাই ধার কমছে বোলিংয়ে। তাই ওকে বলব, রান করার পাশাপাশি বোলিংয়েও যত্নশীল হতে।’
ক্রিকেট তাঁকে দিয়েছে খ্যাতি, যশ, প্রতিপত্তি। তবে অবসরের পর বাইশ গজের বাইরে নতুন প্রেমে পড়েছেন ‘হরিয়ানা হ্যারিকেন’। সুযোগ পেলেই কাঁধে ব্যাগ ঝুলিয়ে পৌঁছে যান গল্ফ কোর্সে। শুরুতে যা ছিল নেশা, সেটাই তাঁর কাছে এখন ভালোবাসা। পিজিটিআইয়ের (প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া) সদস্যও হয়েছেন তিনি। বৃহস্পতিবার আরসিজিসি’তে শুরু হয়েছে গল্ফ টুর্নামেন্ট। সেখানে প্রধান অতিথি হিসেবে শুক্রবার হাজির হয়েছিলেন কপিল।
সামনে যখন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার, সফল অধিনায়ক, তখন ক্রিকেট নিয়ে আলোচনা তো হবেই। গল্ফের পাশাপাশি তাই ক্রিকেট নিয়েও নানা প্রশ্নের উত্তর দিয়েছেন কপিল। টিম ইন্ডিয়ার নবনিযুক্ত কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসা করে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘ক্রিকেটারের পাশাপাশি মানুষ হিসেবে দ্রাবিড় খুবই ভালো। খেলোয়াড় জীবনে অনেক কিছু দিয়েছে। আমার বিশ্বাস, কোচ হিসেবেও যাবতীয় প্রত্যাশাকে ছাপিয়ে যাবে। ওর মতো ক্রিকেট মস্তিষ্ক খুব কম মানুষের রয়েছে। তবে একটা টুর্নামেন্ট দিয়ে কাউকে বিচার করা ঠিক নয়। সময় দিতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় তুলে ধরবে কোচ দ্রাবিড়।’

27th     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ