বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

সত্যজিতের ছুড়ে ফেলা
কার্ডটি খুঁজে পাইনি: প্রদীপ নাগ

সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: ১৯৮৮ সাল। কলকাতা লিগের বড় ম্যাচ। খেলা সবে ২৪ মিনিট গড়িয়েছে। কড়া ট্যাকল সামলাতে না পেরে মোহন বাগানের অচিন্ত্য বেলেলের দিকে তেড়ে যান ইস্ট বেঙ্গলের প্রদীপ তালুকদার। তাই তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি প্রদীপ নাগ। এরপর তিনি অচিন্ত্যকেও একই শাস্তি দেওয়ার জন্য উদ্যত হন। ঠিক সেই সময় সত্যজিৎ চ্যাটার্জি রেফারিকে বলেন, ‘অচিন্ত্যকে কার্ড দেখানো চলবে না। প্রদীপ শুরু থেকে চোরাগোপ্তা মারছে। ওকে লাল কার্ড দেখানো উচিত ছিল।’ এবার এই আচরণের জন্য রেফারি সত্যজিৎকেও হলুদ কার্ড দেখান। যা কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেন মোহন বাগানের ঘরের ছেলে। এই অপমান মানতে পারেননি রেফারি প্রদীপ নাগ। সঙ্গে সঙ্গে পকেট থেকে লাল কার্ড বের করে দেখান সত্যজিৎকে। সেই প্রসঙ্গ উত্থাপিত হলে প্রাক্তন ফিফা রেফারির স্মৃতিচারণ, ‘ভিড়ের মধ্যে আমি সত্যজিৎকে খুব কাছ থেকে হলুদ কার্ডটি দেখাই। এখন মনে হয়, আরও কয়েক গজ দূর থেকে তা দেখানো উচিত ছিল। তাহলে ও আর কার্ডের নাগাল পেত না। কী আশ্চর্য, ওই কার্ডটা সেদিন খুঁজে পাইনি। তাই প্রথমার্ধের বাকি সময়  হলুদ কার্ড ছাড়াই ম্যাচ পরিচালনা করতে হয়েছিল।’ 
সেই ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় এক লাখ দর্শক। শুরুতেই অধিনায়ক বিকাশ পাঁজির গোলে এগিয়ে যায় পিকে ব্যানার্জির প্রশিক্ষণাধীন ইস্ট বেঙ্গল। তারপরেই ওই বিতর্কিত ঘটনা। সত্যজিৎ চ্যাটার্জির প্রতিক্রিয়া, ‘ভুলবশত আমার হাত কার্ডে লেগে গিয়েছিল। ইচ্ছে করে তা মাটিতে ফেলিনি।’ কার্ড দেখানোর পরে উত্তপ্ত গ্যালারি এখনও চোখের সামনে ভেসে ওঠে প্রদীপ নাগের। উল্লেখ্য, দশজনে খেলেও শিশির ঘোষের গোলে মোহন বাগান সমতায় ফিরেছিল। শেষ পর্বে গোল করে ম্যাচের নায়ক বনে যান ইস্ট বেঙ্গলের প্রদীপ তালুকদার।

27th     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ