বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

আরসিবি’তেই বিরাট

নয়াদিল্লি: আইপিএলে দলের সংখ্যা বেড়ে হয়েছে দশ। নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজিকে স্কোয়াড গুছিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে মেগা নিলাম। তার আগে আটটি দলকে ৩০ নভেম্বরের মধ্যে জানিয়ে দিতে হবে, কোন চার ক্রিকেটারকে তারা রেখে দিচ্ছে। চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই যে দল সাজাবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে মাহির পাশাপাশি রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়কেও রাখতে পারে সিএসকে। বিদেশি হিসেবে স্যাম কারান কিংবা মঈন আলির মধ্যে একজন থাকতে পারেন। সুরেশ রায়নাকে ছেড়ে দিতে পারে চেন্নাই।রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলি নেতৃত্বেই আসন্ন আইপিএলে খেলবে বলে মনস্থির করেছে। কোহলি ছাড়াও গ্লেন ম্যাক্সওয়েল ও যুজবেন্দ্র চাহালকে রাখতে পারে আরসিবি। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে থেকে যাচ্ছেন রোহিত শর্মা। পাশাপাশি যশপ্রীত বুমরাহ, কিয়েরন পোলার্ড ও ঈশান কিষানকে রাখা হতে পারে। তবে হার্দিক পান্ডিয়াতে আগ্রহ হারিয়েছে মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজিটি।কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ দুই ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন, আন্দ্রে রাসেলকে রাখার ব্যাপারে প্রায় মনস্থির করে ফেলেছে। মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর সঙ্গে বেঙ্কটেশ আয়ারও টার্গেটে রয়েছেন শাহরুখ খানের দলের। সেক্ষেত্রে ছাড়তে হবে শুভমান গিলকে।পাঞ্জাব কিংসকে আলবিদা জানিয়ে নতুন দল লখনউয়ে যোগ দিতে পারেন লোকেশ রাহুল। তাঁকে ক্যাপ্টেন করার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে খবর। ঋষভ পন্থের নেতৃত্বেই বাজি ধরতে পারে দিল্লি ক্যাপিটালস। পাশাপাশি অক্ষর প্যাটেল, অ্যানরিখ নর্টজে ও পৃথ্বী সাউ ফের দিল্লির জার্সি পরে খেলতে পারেন।

26th     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ